আসিক, উত্তর ২৪ পরগণা: গাছই আমাদের প্রাণ বাঁচায়। আর এই গাছকেই নির্বিচারে কেটে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে হাড়োয়া (Haroa) বিধানসভার দেগঙ্গার হামাদামা এলাকায়। সোমবার সকালে জমির মালিক গফফার আলী লস্কর অবাদে গাছ কেটে দেওয়ার অপরাধে স্থানীয় থানায় অভিযোগ জানায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জমির মালিক গফফার আলী লস্কর জানিয়েছেন, রবিবার রাতের অন্ধকারে ৫ বিঘা জমির উপর বসানো ১০০ বেশি গাছ কেটে দিয়েছে কেউ বা কারা। ছোট বড়ো প্রায় ১০০ বেশি আম গাছ ছিল জমিতে। কে বা কারা নির্বিচারে গোড়া থেকে কেটে দিল, কেনই বা কেটে দিল বুঝতে পারছেন না তিনি। ফলে স্থানীয় থানায় অভিযোগ জানান তিনি।
গফফার আলী লস্করের দাবি করে বলেন, “গত রবিবার বিকেলে আমগাছগুলো ঠিকঠাক আছে দেখে বাড়ি গিয়েছিলাম। সোমবার সকালে জমিতে গিয়ে দেখি ছোট বড়ো প্রায় ১০০ টি আমগাছ রাতের অন্ধকারে কে বা কারা গোড়া থেকে কেটে দিয়ে গিয়েছে। আমার কোন শত্রু আছে বলেও মনে করি না। কেটে দেওয়া প্রায় সমস্ত আম গাছকেই শিশুর মতো খেয়াল রাখতাম। কেন এভাবে কেউ গাছগুলি কেটে দিল বুঝতে পারছি না।”