Weather update: বদল আসবে আবহাওয়াতে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস 

0
13

খাস ডেস্ক: বড়সড় পরিবর্তন আসবে আবহাওয়াতে। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় বঙ্গের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও শুক্রবার ২৪ জুন বিহার ঝাড়খণ্ড, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন-Horoscope: আজ কার ভাগ্যে রয়েছে সুখবর, আর কারই সঙ্কট, কি আছে মঙ্গলবারের রাশিফলে…

সকাল থেকেই কখনও আকাশ মেঘলা কখনও রোদ। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা একইরকম থাকবে। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।

দুইদিন থেকেই বর্ষার আগমন ঘটেছে দক্ষিণবঙ্গ। আর তারপর থেকেই একাধিক জেলায় বৃষ্টির দাপট চোখে পড়ছে। আগামী চার পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। যদিও তাপমাত্রার খুব একটা পরিবর্তন এই মুহূর্তে নেই।