Weather Update: বঙ্গে এবার শীত বিদায়ের পালা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি

0
56

কলকাতা: রাজ্যে এবার শীত বিদায়ের পালা। গত কয়েকদিনে ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং সরস্বতী পুজোয় বাড়তে পারে গরম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভোরের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়ার‌ সঙ্গে সঙ্গে রোদ বাড়লে তাপমাত্রার বৃদ্ধি হবে। বাঙালির আশঙ্কা সরস্বতী পুজোয় বৃষ্টি হলে সব প্ল্যান‌ ভেস্তে যাবে! স্বস্তির খবর জানিয়েছে হাওয়া অফিস। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’তে নেই বৃষ্টির সম্ভাবনা। আরও জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা আপাতত স্বাভাবিকের খানিক উপরেই থাকবে। আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে চলেছে। রাতের দিকেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে।

- Advertisement -

আরও পড়ুন: টাকার অভাবে হাত ছেড়েছিল স্ত্রী, কোটিপতি হয়ে মনে করছেন একাকীত্বের দিনগুলি

পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমবে না। ফলে কনকনে ঠান্ডার হাত থেকে রেহাই শহরবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই দেখা নেই উত্তুরে হাওয়ার।‌ থমকে গেছে। আগামী প্রায় এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে কালীঘাটের বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, অভিষেকের গড়ে সরব Suvendu