Weather update: আগামীকাল থেকেই চড়বে তাপমাত্রা, নতুন সপ্তাহেই কি বঙ্গে শীতের সমাপ্তি…

0
47

খাস ডেস্ক: জানুয়ারিতেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। কলকাতা সহ গোটা বাংলায় শীত কার্যত উধাও ছিল। তবে ইতিমধ্যেই বাংলার ফিরেছে শীত। যদিও আগের মত নাহলেও সামান্য কমছে তাপমাত্রার পারদ। কিন্তু আর কোনও ভাবেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার এই শীতের আবহাওয়া বজায় থাকলেও নতুন সপ্তাহেই চড়বে তাপমাত্রা। তাহলে কি মাঘ মাসেই বিদায় নিতে চলছে শীত? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

হাওয়া অফিস জানিয়েছে, শীত উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত এর সম্ভাবনা রয়েছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। জার ফলেই বিদায় নিতে চলছে শীত। আগামী ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মবার্ষিকী থেকেই গরমের দিনের সূচনা হতে চলছে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: ছুটির দিনে বড়সড় পরিবর্তন আসতে চলছে এই রাশি গুলির জীবনে, জানুন রাশিফল

আজ, কলকাতায় সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি।আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রের খবর, একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পরপর আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এই তিনটি সিস্টেম পরপর থাকার কারণে কোনও উত্তর-পশ্চিম বায়ু রাজ্যে ঢুকছে না। আগামী সপ্তাহ থেকেই রীতিমতো তাপমাত্রা বাড়বে শহরে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।