Weather Update: গরমেই কাটবে এবছরের সরস্বতী পুজো, ২-৩ ডিগ্রি বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা

0
40

খাস ডেস্ক: জানুয়ারিতেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। কলকাতা সহ গোটা বাংলায় শীত উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত এর সম্ভাবনা রয়েছে। যার ফলেই বিদায় নিতে চলছে শীত। আজ, ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মবার্ষিকী থেকেই গরমের দিনের সূচনা হতে চলছে। অর্থাৎ গরমেই কাটবে এবছরের সরস্বতী পুজো। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আবহাওয়া দফতর সূত্রের খবর, একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পরপর আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এই তিনটি সিস্টেম পরপর থাকার কারণে কোনও উত্তর-পশ্চিম বায়ু রাজ্যে ঢুকছে না। আগামী সপ্তাহ থেকেই রীতিমতো তাপমাত্রা বাড়বে শহরে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

- Advertisement -

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে প্রধানত ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে। পাশাপাশি রাত বেলাতেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে। আগামী এক সপ্তাহ আবহাওয়াতে কোনও রকম কোন চেঞ্জেস নেই। অর্থাৎ সরস্বতী পুজো গরমে কাটবে।

আরও পড়ুন-Horoscope: সপ্তাহের শুরুতেই মালামাল হতে চলছে এই ৫ রাশি, শীঘ্রই জীবনে আসবে সাফল্য

জানা গিয়েছে, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রির কাছাকাছি। আগামী তিন চার দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে ১৮ ডিগ্রি কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে। এদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন নেই তাপমাত্রায়। উত্তরবঙ্গে ঠান্ডার প্রভাব এখন বজায় থাকবে।

আজ, কলকাতায় সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি।আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।