Weather Update: ফের কবে কমবে তাপমাত্রা, বঙ্গে কী ফিরবে শীত, জানুন…

0
32

খাস ডেস্ক: জানুয়ারিতেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। কলকাতা সহ গোটা বাংলায় শীত উধাও হয়ে গিয়েছে। দিনে রাতে এখন মানুষ শীতের পোশাক পরা ছেড়েই দিয়েছেন। তার ওপর এখন ফান চালাচ্ছে মানুষজন। এই পরিস্থিতিতে আর কবে ফিরবে বঙ্গে শীত? যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তাছাড়াও স্বাভাবিকের তুলনায় অনেক তাই বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন নেই তাপমাত্রায়। উত্তরবঙ্গে ঠান্ডার প্রভাব এখন বজায় থাকবে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: তুলা-বৃষ রাশি জাতকের জীবনে অমঙ্গল যোগ, জানুন রাশিফল 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে প্রধানত ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে। পাশাপাশি রাত বেলাতেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে। আগামী এক সপ্তাহ আবহাওয়াতে কোনও রকম কোন চেঞ্জেস নেই।

আজ, কলকাতায় সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি ও ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।