
খাস ডেস্ক: বড়সড় পরিবর্তন আসতে চলেছে আবহাওয়াতে। পাল্টে যাবে দুই বঙ্গের আবহাওয়া। কতটা পরিবর্তন আসবে আবহাওয়াতে? জেনে নিন আজকের আবহাওয়া আপডেট….
আবহাওয়া দফতর জানিয়েছে, ফের বঙ্গজুড়ে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। উত্তর-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। রবিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তন হতে পারে। নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতেই সোমবারের পর ও শক্তি বাড়াতে পারে। তবে এর জেরে দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে।
আরও পড়ুন-Horoscope: ছুটির দিনে কার ভাগ্যে রয়েছে সুখবর, দেখেনিন রাশিফল
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। ভ্যাপসা গরমের মাঝেই বেলা বাড়তেই দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।
জানা গিয়েছে, এই নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী ৯ তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।