Weather update: নিম্নচাপের জেরে আজও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, কমছে তাপমাত্রা 

0
23

খাস ডেস্ক: স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড়। যার জেরে আজও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গতকাল, সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির দেখা মিলেছে।

আজ কলকাতা ও বাকি জেলা গুলিতে আকাশ মেঘলা থাকতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৮ শতাংশের কাছাকাছি থাকবে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: আজ অর্থলাভে ফুলে ফেঁপে উঠবে এই সাত রাশি, জানুন রাশিফল

জানা গিয়েছে, স্থলভাগে প্রবেশ করার পরে অনেকটাই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও অনেক জায়গাতেই মঙ্গলবার সকালে নতুন করে বৃষ্টি শুরু হয়নি। তবে তাপমাত্রা অনেকটাই নেমেছে।

অন্যদিকে, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কিছু এলাকায়।