weather update: শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত নিম্নচাপ, প্রবল বৃষ্টির আশঙ্কা বাংলায়

0
92

খাস ডেস্ক: উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান। তবে শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত নিম্নচাপ, প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। যার জেরে সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে। উপকূলে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: আজ কোন রাশির জাতকের চাকরিতে উন্নতির সম্ভবনা, জেনে নিন বুধবারের রাশিফল

আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। মূলত উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে।

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়তেই দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।