নয়াদিল্লি: কয়েকদিন আগেই রাম মন্দিরের ছাদ থেকে বৃষ্টির জল পরার খবর সামনে এসেছিল। নব নির্মিত মন্দিরের ছাদ থেকে কিভাবে জল পড়ছে তা নিয়ে দেশজুড়ে চর্চা কম হয়নি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের আমলে তৈরি সদ্য নির্মিত ৯৭১ কোটির সংসদ ভবনের ছাদ বেয়ে জল পড়ার খবর সামনে এসেছে। তাই নিয়ে বিরোধীরা খোঁচা দিয়েছে বিজেপিকে।
টানা বৃষ্টিতে ভাসছে দিল্লি। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও সামনে এসেছে। এর মধ্যেই সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নতুন সংসদ ভবনের ছাদ বেয়ে পড়ছে জল। এই অভিযোগ এনেছে কংগ্রেস। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খাস খবর। ভিডিওতে দেখা গয়েছে যে জায়গা দিয়ে জল পড়ছে সেই ছাদের নীচে বসানো রয়েছে বালতি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সংসদের লবিতে ছাদ চুঁইয়ে জল পড়ছে। নীচে রাখা বালতি। ওই বালতিতে চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল। এমনকি জল পড়ে ভিজে গিয়েছে সংসদের লবির বেশ কিছুটা জায়গা । এই লবি রাষ্ট্রপতি সংসদে যাওয়ার সময় ব্যবহার করেন। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর লোকসভায় এই ইস্যুতে একটি স্থগিত প্রস্তাব উত্থাপন করার সময়, অখিলেশ যাদব একটি নতুন সংসদ ভবন নির্মাণ কোটি কোটি টাকা ব্যয় করার জন্য বিজেপিকে কটাক্ষ করেন। সেই সঙ্গেই সংসদের কাজ পুরানো ভবনে স্থানান্তরিত করতে চেয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে মানিকম ঠাকুর বলেন, “বাহিরে কাগজ ফুটো, ভিতরে জল পরছে। রাষ্ট্রপতির দ্বারা ব্যবহৃত সংসদের লবিতে সাম্প্রতিক জলের লিকেজ নতুন ভবনে জরুরি আবহাওয়ার স্থিতিস্থাপকতার সমস্যাগুলিকে হাইলাইট করে, মাত্র এক বছর পরেই।”
Paper leakage outside,
water leakage inside. The recent water leakage in the Parliament lobby used by the President highlights urgent weather resilience issues in the new building, just a year after completion.
Moving Adjournment motion on this issue in Loksabha. #Parliament pic.twitter.com/kNFJ9Ld21d— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 1, 2024
উল্লেখ্য, নতুন সংসদ ভবন নির্মাণ শেষ হয়েছে মাত্র এক বছর হয়েছে। তার মধ্যেই ছাদ বেয়ে পরছে জল। এটাই এখন বিরোধীদের বড় অস্ত্র। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মোদির অহংকার ছিল এই নতুন সংসদ ভবন। তাঁর অহংকারের আসন ‘২৪-এর লোকসভা নির্বাচনের পর টলে গিয়েছে। ধীরে ধীরে এবার স্পষ্ট হচ্ছে।” অখিলেশ যাদব বলেছেন, “এর চেয়ে পুরনো সংসদ ভালো ছিল, যেখানে পুরনো সংসদ সদস্যরাও এসে দেখা করতে পারতেন। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে ‘জল ফোঁটা কর্মসূচি’ চলার আগ পর্যন্ত পুরনো সংসদে ফিরে যাবেন না কেন?” এর পরেই তিনি কটাক্ষ করে বলেন, “জনসাধারণ জিজ্ঞাসা করছে যে বিজেপি সরকারের অধীনে নির্মিত প্রতিটি নতুন ছাদ থেকে জল পরা তাদের সুচিন্তিত নকশার অংশ কিনা।” প্রসঙ্গত, নতুন সংসদ ভবন, সরকারের উচ্চাভিলাষী ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা পুনঃউন্নয়ন প্রকল্পের অংশ, যা ২০২৩ সালের ১৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন।