খাস ডেস্ক: আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে রাজনৈতিক চাপানউতোর চলেছে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে পথে নেমেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে। এই পরিস্থিতিতে দেশের বিজেপিশাসিত রাজ্যগুলোতেও ধর্ষণ ও যৌন নিগ্রহের একের পর ঘটনা সামনে আসছে সংবাদমাধ্যমের দৌলতে।
এরপর বিজেপিশাসিত মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ করার অভিযোগ সামনে্ এল। গোটা ভারতের সর্বত্রই নাবালিকা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এমনকি বৃদ্ধাকেও ধর্ষণের ঘটনা সামনে আসছে।
পুলিশ সূত্রের খবর, ধর্ষিতা মহিলা পেশায় একজন ছাঁটকুড়ানি। ওই মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে রাস্তায় ধর্ষণ করা হয়েছে বলে খবর। যে যুবক ওই তরুণীকে ধর্ষণ করেছে ঘটনার পর থেকে সে পলাতক। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশি ব্যর্থতা তথা মধ্যপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস।
জানা গিয়েছে, উজ্জয়িনীর আগার নাকা এলাকায় ওই তরুণীকে ধর্ষণের ঘটনার সময়ে একাধিক পথচারী বাধা দেওয়ার পরিবর্তে ওই জঘন্য ঘটনার ভিডিয়ো রেকর্ড করেছে। সূত্রের খবর, শ্রমজীবী ওই তরুণীর ধর্ষক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় ওই নারকীয় ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে ঘটনার তীব্র নিন্দা করছে নাগরিক সমাজ। তবে রাজ্য সরকারের তরফে নাগরিক সমাজ এবং মধ্যপ্রদেশের বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া এপর্যন্ত জানানো হয়নি।