বিক্রম কর্মকার, ত্রিপুরা: যুবশক্তিকে ভর করেই লড়াইয়ের ময়দানে ফিরতে চাইছে বামফ্রন্ট। এই বিষয়কে মাথায় রেখে শনিবার বেকারদের কর্মসংস্থান, রেগায় মজুরি বৃদ্ধি, বেকার ভাতা চালু, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান সহ ১০ দফা দাবিতে আগরতলায় মিছিল করল ডিওয়াইএফআই।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার ক্ষমতা পুনরুদ্ধারের হুঙ্কারও দিলেন এদিন। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) আসন্ন নির্বাচন বামেদের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ত্রিপুরা সরকার এবং শাসক জোট বিজেপি-আইপিএফটির বিরুদ্ধে নির্বাচনকে প্রহসনে পরিণত করার গুরুতর অভিযোগ এনে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন মানিকবাবু।
গতকালের মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আগরতলায় এ ধরনের মিছিল বামেরা ইতিপূর্বে সংগঠিত করতে পারেনি বলে দাবি রাজনৈতিক মহলের। বামফ্রন্ট সূত্রে খবর, রাজ্যের এডিসি নির্বাচনকে সামনে রেখে শক্তির মহড়া দিতেই রাজধানী আগরতলা শহরে এই মিছিলের আয়োজন করা হয়েছিল।