
খাস ডেস্ক : ”Picture speaks thousand words” প্রবাদটা বেশ প্রচলিত। একটা ছবি হাজারো শব্দের সমান বা কখনো কখনো হয়ত কয়েক হাজার হাজার কথা প্রকাশ করার জন্য শুধুমাত্র একটা ছবিই যথেষ্ট। একজন শিল্পী যখন ছবি আঁকে তাঁর ছবির মধ্যে লুকিয়ে থাকে সেই শিল্পীর গল্প বা তার কোনো অভিজ্ঞতা। একটা ছবি একটা গল্প। এবার একগুচ্ছ ছবি ও তার গল্পকে সঙ্গে নিয়ে দর্শকের সামনে হাজির শশাঙ্ক ঘোষ।
Quill & canvas এক্সিবিশন, শশাঙ্কর তুলির টানে নয়ন বসু, সোমা বেরার শব্দের ছোঁয়ায় শহর কলকাতায় আর্ট এক্সিবিশন। তবে এই এক্সিবিশন আর পাঁচটা আর্ট এক্সিবিশনের তুলনায় একটু আলাদা। এখানে ছবির পাশাপাশি থাকবে ছবির গল্প। মোট ১০ টা ছবি আর ৮ টা গল্প।
গল্প লেখনীর দায়িত্বে আছেন নয়ন বসু, সোমা বেরা তাঁরা তাদের কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন ছবির গল্প। ছবিতে প্রান দিয়েছেন শশাঙ্ক ঘোষ। এই এক্সিবিশনের পরিচালনার দায়িত্বেও আছেন তিনি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রদর্শনী। ২০-২৪ মে কলকাতার বালিগঞ্জ আর্ট ভিলা এবং ২৫-৩১ মে দুপুর ১২- রাত ৮ নাগাদ অ্যাকাডেমি ওফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। বিশেষ অতিথিদের মধ্যে আছেন ডঃ সমির চৌধুরী।