কলকাতা: ক্যালেন্ডার অনুযায়ী বাংলার ফাল্গুন মাস। তবে গরমের দাপটে এই ভরা বসন্তের মাঝে গ্রীষ্মের প্রভাব বেশ ভালো অনুভূত হচ্ছিল। এরই মাঝে রবিবার ছিল বামদের ব্রিগেড সমাবেশ। বামেদের ব্রিগেডে এবার শরিক ছিল কংগ্রেস এবং আইএসএফ।
আরও পড়ুন- পুজো দিয়ে তিরষ্কৃত হয়েছিলেন সুভাষ, ফেজ টুপি পড়ে ব্রিগেডে বক্তব্য রাখলেন আব্বাস
ঐতিহাসিক এই ব্রিগেডঃ সমাবেশে দেখা গেল এক বিশেষ ছবি। যেটিকে দিনের সেরা ছবি বললেও ভুল হয় না। কর্মী-সমর্থকেরা মাঠে জমায়েত করতে শুরু করেছে। এমন সময়ে ঘড়ি দেখে নিজের ধর্মাচারণ করতে ভুলে যাননি রাজনৈতিক সমাবেশে সামিল হওয়া এক মুসলিম ব্যক্তি।
আরও পড়ুন- রক্ত দিয়ে মাতৃভূমিকে স্বাধীন করব, ব্রিগেডে হুঙ্কার আব্বাস সিদ্দিকির
নিয়ম মেনে মাঠের মধ্যেই পশ্চিম দিকে অর্থাৎ কাবা ঘরের দিকে মুখ করে বসে নমাজ পাঠ করেছেন তিনি। তখনও মঞ্চে মূল বক্তারা ওঠেননি। সেই কারণে সভায় আগত অন্যান্য ব্যক্তিরা নেতাদের বক্তব্য শোনা ছাড়াও অন্য নানাবিধ কাজে ব্যস্ত ছিলেন। তাঁদের চোখ এড়িয়ে যায়নি ব্রিগেডের মাঠে ধর্মপ্রাণ ব্যক্তির নিজস্ব ধর্মাচারণ।
আরও পড়ুন- ধর্মকে আফিম বলা লেনিনের কমরেডরা ফুরফুরার লেজ ধরেছে: তথাগত
প্রখর রোদে নমাজ পাঠরত ব্যক্তির সাহায্যার্থে এগিয়ে এলেন চার কমরেড। প্রখর রোডের মাঝে যাতে ওই মুসলিম ব্যক্তির ধর্মাচারণে কোনও সমস্যা না হয় সেই কারণে সচেষ্ট হলেন তাঁরা। প্রখর রোডের তাপ থেকে বাঁচাতে ওই নমাজরত ব্যক্তির মাথার উপরে খবর কাগজ দিয়ে ঢকে দেন কমরেডরা। প্রখর রদে সভায় হাজির হওয়া ব্যক্তির ধর্মাচারণের সময়ে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর দিতেই যথাসাধ্য প্রচেষ্টা।
রবিবাসরীয় ব্রিগেডের এই ছবি নজর কেড়েছে নেট দুনিয়ায়। ধর্মনিরপেক্ষ বামেদের ব্রিগেড সমাবেশে একজন ব্যক্তির ধর্মীয় রীতি পালন এবং সেই কাজে দলীয় কর্মীদের সাহায্য করা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও বামেদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটাই ভারতের প্রকৃত ছবি। এই ছবি দেখলে তৃণমূল এবং বিজেপি ভয় পায়। ধর্ম নিজস্ব হলেও ব্রিগেড যাতে সকলের হয় সেই বার্তা দেওয়া হয়েছে বাম সমর্থকদের পক্ষ থেকে।