আজ সকালের খাস দশ 24/02/2022

0
46

শহর থেকে রাজ্য, দেশ, বিদেশ, রাজনীতি থেকে মাঠে ময়দানে কিংবা বিনোদন জগত, কোথায় কী ঘটছে? চোখ রাখুন আমাদের খাস ১০ -এ। সকালের বাছাই করা খাস খবরের সেরা দশ।

1. ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল রাশিয়া, সামরিক অভিযানের ঘোষণা পুতিনের
2.আনিস কাণ্ড আজ আদালতে উঠবে, সকলের নজর কলকাতা হাইকোর্টের দিকে
3. ফের রাতের শহরে মর্মান্তিক দুর্ঘটনা, মেয়ো রোডের জে এন আইল্যান্ডের কাছে বাইক দুর্ঘটনায় আহত দুই যুবক, অবস্থা আশঙ্কাজনক।
4. আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করবেন, কর্মসূচি শুরু দুপুর ১টা থেকে
5. আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্কুলে Group C-D নিয়োগ মামলার শুনানি
6. একের পর একের এসি রেকের চাকা ক্ষয়ে যাচ্ছে, সঙ্কটে কলকাতা মেট্রো
7. কাশ্মীরে তুষারপাতের জেরে বন্ধ করা হল শ্রীনগর বিমানবন্দর।
8. শীত ফেরার সম্ভাবনা নেই, আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি
9. ২৬ মার্চ থেকে শুরু আইপিএল, ফাইনাল ২৯ মে। আজ গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত।
10. আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির নাম বদলের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।

- Advertisement -