Khas 10: আজ রাতের খাস ১০ 15/03/2022

0
83

শহর থেকে রাজ্য, দেশ, বিদেশ, রাজনীতি থেকে মাঠে ময়দানে কিংবা বিনোদন জগত, কোথায় কী ঘটছে? চোখ রাখুন আমাদের খাস ১০ (Khas 10) -এ। খাস খবরের সেরা দশ খবর।

১. চিকিৎসক হওয়ার পরীক্ষাতেও টুকলি, এসএসকেএমে হবু ডাক্তারদের পরীক্ষা ঘিরে প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষাস্বাস্থ্য পরিকাঠামো।

- Advertisement -

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর iOS অ্যাপ

২. রাজ্যের আর্জিতে সাড়া দিল না কমিশন, ১২ এপ্রিলই ভোট হতে পারে আসানসোল, বালিগঞ্জে।

৩. বাংলায় আইনের শাসন কই, সংসদে সরব অধীর: টেবিল চাপড়ে সমর্থন সনিয়ার।

৪. তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করে রাজনীতিতে নামতে চান নিহত কাউন্সিলর অনুপমের স্ত্রী মীনাক্ষী।

৫. ভোট শেষেই কি নীতি বদল, খড়গপুরে সিপিআই কাউন্সিলরকে দলে নিয়ে প্রশ্নের মুখে শাসক।

আরও পড়ুন : কাশ্মীরে হিন্দু নিধন, জানতে সিনেমা হলে টিম Suvendu Adhikari

৬. জোড়া কাউন্সিলর খুনে প্রশ্নের মুখে বাংলার আইনশৃঙ্খলা, এসপিদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যসচিব।

৭. সরকারি হাসপাতালে কাজের পরিবেশ নেই, বারুইপুরে চাকরি থেকে ইস্তফা চিকিৎসকের।

৮. ছাত্র আন্দোলনের জের, চাপের মুখে পদ থেকে ইস্তফা বিশ্বভারতীর রেজিস্টারের।

৯. ধর্মচারণের জন্য হিজাব বাধ্যতামূলক নয়, মামলা খারিজ করে জানাল কর্ণাটক হাইকোর্ট।

১০. দোলের দিন সকালে চলবে না মেট্রো, বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা কলকাতা মেট্রোর।

চোখ রাখুন আমাদের খাস ১০ -এ (Khas 10) দিনের সেরা খবরের আপডেট পেতে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ