স্পোর্টস ডেস্ক: ফাইনালে উঠেও বাড়তি ওজনের জন্য সোনা জয়ের লড়াই থেকে বাদ পড়েছেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে ভারতীয় কুস্তিগির তাই আবেদন করেছিলেন যাতে তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হয়। কিন্তু শুক্রবার প্রাথমিক শুনানি শেষে এ বিষয়ে কোনও রায় দিল না আদালত। ফলে ঝুলেই রইল গোটা বিষয়টি।
আরও পড়ুন: খুব সস্তায় পদক, অনাথ ব্রোঞ্জজয়ীর জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও
অতিরিক্ত ১০০ গ্রাম ওজনের কারণে অলিম্পিকে মহিলাদের কুস্তি ইভেন্টের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেও বাদ পড়তে হয়েছিল বিনেশকে (Vinesh Phogat)। ফাইনালের আগের রাতেই নিজের বাড়তি ওজনের কথা জানতে পেরেছিলেন তিনি। চুল-নখ কেটে এমনকি ঘনঘন শৌচে গিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ওজন। উল্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়।
এই ধকল আর শেষ পর্যন্ত নিতে পারেননি বিনেশ (Vinesh Phogat)। অবসর নেন কুস্তি থেকে। কিন্তু তারপরও তিনি অন্তত রৌপ্য পদকের জন্য আবেদন করেছিলেন কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের কাছে। শুক্রবার ছিল যার প্রাথমিক শুনানি। মনে করা হচ্ছিল, এদিনই তার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
কিন্তু ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত প্রাথমিক শুনানি শেষে জানিয়ে দিল, এত দ্রুত এই বিষয়ে রায় দেওয়া সম্ভব নয়। আবেদনটি যাদের বিরুদ্ধে সেই বিশ্ব কুস্তি সংস্থার বক্তব্যও শোনা প্রয়োজন। দুই পক্ষের বক্তব্য শুনে তবেই এই বিষয়ে চূড়ান্ত রায় দেবেন বিচারক ডঃ অ্যানাবেল বেনেট। তবে শনিবার অলিম্পিক শেষ হওয়ার আগেই রায় ঘোষণা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত ওরফে ক্যাস। অর্থাৎ বিনেশ রুপো পাচ্ছেন নাকি পাচ্ছেন না, এই বিষয়টি শনিবারই স্পষ্ট হয়ে যাবে।