কলকাতা: ভারতের প্রাক্তন ফুটবলার এবং দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলা সুভাষ ভৌমিক দীর্ঘদিন ধরে অসুস্থ। জানা গিয়েছে, সুগার এবং কিডনির অসুখে ভুগছেন তিনি। শারীরিক জটিলতার কারণে একবালপুর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল সুভাষ ভৌমিক। পুরোপুরি সুস্থ হতে অবশ্য অনেক সময় লাগবে।
সুভাষ ভৌমিকের অসুস্থতা নিয়ে তৎপর রাজ্য সরকার। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জরুরি বৈঠক ডাকেন। সুভাষ ভৌমিকের ভবিষ্যৎ এর চিকিৎসার পরিকল্পনা কী সেই বিষয়ে এই বৈঠক হয়। এদিন ওই সভায় উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্যের মতো ফুটবলাররা। এই কয়েকজন প্রাক্তন ফুটবলারের অনুরোধেই রাজ্য সরকার এই বৈঠক ডেকেছে। আইএফএ -এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, মোহনবাগানের অর্থসচিব দেবাশীষ দত্ত, মহামেডান স্পোর্টিং ক্লাবের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কামাল উদ্দিনও বৈঠকে ছিলেন।
গত প্রায় সাড়ে তিন মাস নিয়মিত ডায়ালিসিস চলছিল তার। সেই সঙ্গে হৃদযন্ত্রে গত ২৩ বছর আগে বাইপাস সার্জারি হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন সুভাষ ভৌমিকের পুত্র অর্জুনও। তার সামনেই ভবিষ্যতের চিকিৎসা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হতে পারে। অরূপ বিশ্বাস এর বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন মেডিকা হাসপাতালে ডিটেক্টর এবং তার মেডিকেল টিম। মেডিকার বিশেষ চিকিৎসকদের দল বিষয়টি খতিয়ে দেখছে। এই কিংবদন্তির অসুস্থতার খবরে তার দ্রুত আরোগ্য কামনা করছেন ময়দান সহ ফুটবলপ্রেমীরা।