IPL 2021: ধোনির চেন্নাইকে খোঁচা দিয়ে নাইটদের প্রশংসা করলেন গম্ভীর

0
79

খাস খবর ডেস্ক: শুক্রবার এই মরশুমের আইপিএল শেষ হয়েছে। চেন্নাই সুপার কিংস চতুর্থবারের মতো আইপিএল ট্রফি জিতেছে। ধোনির নেতৃত্বেই চেন্নাই আবারও সাফল্য পেল। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে অন্যতম হিসেবে ধোনিকে ধরা হয়। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কের কথা বলেছেন। ট্রফির লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শুরুর আগে ধোনিকেই এগিয়ে রেখেছিলেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর।

যদিও গম্ভীরের মুখে ধোনির প্রশংসা খুব কমই শোনা যায়। দুইজনের মধ্যে যেন চলে এক ঠান্ডা লড়াই। এই লড়াই দুজনের সমর্থকরাই বেশ উপভোগ করে। চেন্নাই সুপার কিংসের ট্রফি জয়ের পরও যেন ধোনিদের প্রশংসা করতে নারাজ গম্ভীর। তার টুইট দেখে ক্ষোভ প্রকাশ করছে সিএসকে ভক্তরা। চ্যাম্পিয়ন দল সিএসকে হলেও গম্ভীর যেন অবহেলা করে গেলেন। অবহেলা করে নাইটদেরই বাহবা দিলেন। চেন্নাই জেতার পর গম্ভীর টুইট করে লিখেছেন, “অভিনন্দন চেন্নাই! চিন্তা করার কিছু নেই কেকেআর, আমরা এখনও তিনের মধ্যে দুইবার জয়ী। মাথা উঁচু রাখো!”

- Advertisement -

আরও পড়ুন: নিজের দেশের খেলোয়াড়দেরই অপমান করছে দক্ষিণ আফ্রিকা, প্রতিবাদ জানালেন স্টেইন

অর্থাৎ গম্ভীর বোঝাতে চাইছেন কেকেআর তিনবার ফাইনাল খেলে দুইবার জয়ী হয়েছে। সেক্ষেত্রে সিএসকে -কে যেন খোঁচা দিলেন তিনি। বোঝাতে চাইলেন, সিএসকে নয়বার ফাইনাল খেলে বেশিরভাগই হেরে গিয়েছে। ট্রফি জয় করেছে মোট চারবার। এছাড়াও ম্যাচের পর গম্ভীর বলেন, “চেন্নাইয়ের ওপেনিং জুটি দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু ১০০ % নয়, কারণ মইন আলী, রবিন উথাপ্পা ছাড়াও দলের বোলাররাও শক্তিশালী লড়াই দেখিয়েছিল।”