স্পোর্টস ডেস্ক: ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। অবসর নেওয়ার পর থেকেই তিনি বেশ ঠোঁটকাটা আচরণ করছেন। অবশ্য ক্রিকেটের বিষয়ে তার মতামত জানতে চাওয়া হলে, যুবরাজ তার মতামত জানাতে পিছপা হন না। একটি পডকাস্টে কথোপকথনের সময়, যুবরাজকে জিজ্ঞেস করা হয় বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) এবং এমএস ধোনির (MS Dhoni) মধ্যে তার পছন্দ কাকে। একটি মজার গেম খেলার সময় যুবরাজ রোহিত শর্মার নাম নেন, তবে বাকি প্রশ্নের উত্তর অত্যন্ত চতুর ভাবে দেন।
যুবরাজ (Yuvraj Singh) শুধু রোহিতের (Rohit Sharma) বন্ধুই নন, তার সবচেয়ে বড় সমর্থকও বটে। বারবারই যুবরাজের মুখে শোনা যায় রোহিত তাঁর পছন্দের ডানহাতি ব্যাটার, অধিনায়ক এবং সেই সঙ্গে ব্যক্তি রোহিতের প্রশংসা করেন যুবি। ওই পডকাস্টে যুবরাজ বলেছেন, “একজন খেলোয়াড় হিসাবে, আমি রোহিত শর্মার পক্ষে যাব, যদি এটি টি -২০ ক্রিকেট হয়। তিনি একজন অসামান্য অধিনায়ক এবং নিশ্চিতভাবে তার ব্যাটিং দিয়ে খেলা পরিবর্তন করতে পারেন, তিনিই হবেন আমার প্রথম পছন্দ।”
আরও পড়ুন: গম্ভীর জমানা অতীত, দায়িত্ব নিতে চলেছেন দু’বারের বিশ্বজয়ী তারকা
এরপর আর যুবি ধোনি ও কোহলির নাম নেননি।
“বিরাট এবং ধোনির মধ্যে একজনের নাম বললেই আমি শিরোনামে থাকব। আমি চাই না যে সেটা হোক। আমরা সবাই যথেষ্ট স্মার্ট। রোহিত শর্মার নামই নেব,” যুবরাজ বলেছেন। বলা বাহুল্য, যুবরাজ রোহিত, কোহলি ও ধোনির তিনজনের সঙ্গেই ড্রেসিংরুম শেয়ার করেছেন। কোহলি এবং ধোনির সঙ্গে যুবরাজ ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন।
ফলো করুন খাস খবরের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020?mibextid=ZbWKwL