স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের ফাইনালে বাদ পড়ার আগে ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিনেশ ফোগত। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সেখানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা দেখা করতে যান ভারতীয় কুস্তিগীরের সঙ্গে। সেই সাক্ষাৎকে এবারে ‘লোক দেখানো’ বলে অভিযোগ করলেন বিনেশ।
আরও পড়ুন: নয়ডা টেস্টের তৃতীয় দিন পরিত্যক্ত হতেই তুমুল বিতর্ক, আফগানদের দুষল বিসিসিআই
প্যারিসে অলিম্পিকের ফাইনালে উঠেও বাড়তি ১০০ গ্রাম ওজনের কারণে বাদ পড়েছিলেন বিনেশ। আগের রাতেই তিনি এবং তাঁর কোচ জানতে পারেন অতিরিক্ত ওজনের কথা। ফলে ওজন নিয়ন্ত্রণে আনতে রাতভর চলে অমানুষিক পরিশ্রম। ঘন ঘন শৌচেও গিয়েছিলেন বিনেশ। এর জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পিটি ঊষা। দুজনে একসঙ্গে ছবি তোলেন। বিনেশের দাবি, এই ছবি আসলে ‘লোক দেখানো’। ভাইরাল করার উদ্দেশ্যেই তোলা হয়েছিল ছবিটি। আসলে তাঁর সঙ্গে রাজনীতি হয়েছে বলে জানাচ্ছেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে সদ্য কংগ্রেসের টিকিট পাওয়া বিনেশ।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ভারতীয় কুস্তিগীর জানিয়েছেন, সবাই যাতে মনে করে পিটি ঊষা তাঁর পাশেই আছেন, সে কারণেই ছবিটি তোলা হয়েছিল। এমনকি তার জন্য তাঁর অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। বিনেশ বলেন, “আড়ালে অনেকরকম খেলা চলে। ছবিটা আমাকে না জানিয়েই তোলা হয়। আর সেটা এই কারণেই যাতে মানুষ বোঝে মানুষ আমার পাশে আছে।” যোগ করেছেন, “একে কি সমর্থন বলে? এটা শুধুই ‘লোক দেখানো’। আমি সত্যিই জানি না যে অলিম্পিকে আমি কতটা সমর্থন পেয়েছি।”