স্পোর্টস ডেস্ক: গোটা দেশ অপেক্ষা করে ছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের। এই রায় বিনেশের (Vinesh Phogat) পক্ষে গেলে রুপো নিশ্চিত হত তাঁর। বুধবার সকালে অতিরিক্ত ওজনের কারণে ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে তাঁর ছিটকে যাওয়ার খবর সামনে আসার পর থেকেই যেন একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কেটেছে গোটা ভারতের। তবু আশা ছিল, হয়ত আদালতের রায় বিনেশের পক্ষেই যাবে।
আরও পড়ুন: বিনেশকে নিয়ে চাঞ্চল্যকর বিবৃতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর, প্রতিবাদে বিরোধীদের ওয়াকআউট
কিন্তু রায়ের জন্য অপেক্ষাই করলেন না বিনেশ। বৃহস্পতিবার ভোর ৫টা ১৭ মিনিটে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানিয়ে দিলেন, আর পারছেন না তিনি। তাঁর সমস্ত মনোবল ভেঙে গিয়েছে। শক্তি বা সাহস কিছুই আর বাকি নেই। তাই এবারে ময়দান ছাড়ার পালা। এজন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন বিনেশ (Vinesh Phogat)।
নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন বিনেশ (Vinesh Phogat)। তিনি লিখেছেন, “মা, আমি হেরে গেলাম। কুস্তি জিতে গেল। আমাকে ক্ষমা করে দিও।” যোগ করেন, “তোমার স্বপ্ন আর আমার মনোবল, সব শেষ হয়ে গিয়েছে। আর কিছুই অবশিষ্ট নেই। বিদায় কুস্তি। ২০০১ থেকে ২০২৪। তোমার কাছে সবসময় ঋণী হয়ে থাকব। ক্ষমা কোরো আমায়।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে ফাইনালে উঠেও বাদ পড়েছেন বিনেশ (Vinesh Phogat)। জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই নিজের অতিরিক্ত ওজনের কথা জানতে পেরেছিলেন তিনি। এরপর নানারকম শারীরিক কসরত করেন। এমনকি চুল-নখও কেটে ফেলেন ওজন কমানোর জন্য। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বরং ডিহাইড্রেশন হয়ে যায় বিনেশের। যে কারণে হাসপাতালে ভর্তিও করতে হয়। তবু একটা আশা ছিল, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায় হয়ত তাঁর পক্ষে যাবে। কিন্তু সেই রায়ের জন্য অপেক্ষাই করলেন না বিনেশ।