স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে শেষপর্যন্ত রুপো পাননি বিনেশ ফোগত (Vinesh Phogat)। মেয়েদের কুস্তিতে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও অতিরিক্ত ১০০ গ্রাম ওজনের কারণে বাদ পড়েছিলেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কুস্তি থেকে অবসর নিয়ে নেন তিনি। তবে এবারে সেই তিনিই ফের সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন, আরও দুটি অলিম্পিকে অংশ নিতে চান।
আরও পড়ুন: তাড়াতাড়ি ওজন কমানোর চক্করে মরতে বসেছিলেন বিনেশ, সামনে এল ভয়ঙ্কর সত্যি
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রায় ২,০০০ শব্দের একটি লম্বা বার্তা লেখেন ভারতীয় কুস্তিগীর। তাতে নিজের লড়াইয়ের কথা ছাড়াও তিনি লিখেছেন, “আমি হয়ত ২০৩২ অলিম্পিক পর্যন্ত খেলতে পারব। কারণ আমার মধ্যে কুস্তি এবং লড়াই দুটোই অটুট থাকবে। ভবিষ্যতে কী হবে সেটা আগে থেকে বলতে পারব না। তবে আমি যে জিনিসটাতে বিশ্বাস করি তার জন্য সবসময় লড়াইটা চালিয়ে যাব।”
অথচ এই বিনেশই (Vinesh Phogat) তাঁর অবসর ঘোষণার পোস্টে লিখেছিলেন, তাঁর মধ্যে আর লড়াই করার ক্ষমতা অবশিষ্ট নেই। আবার সেই তিনিই এদিন লিখেছেন তাঁর মধ্যে লড়াই অটুট থাকবে। পাশাপাশি এও লেখেন, “আমি কিন্তু ৬ অগাস্টের রাত এবং ৭ অগাস্টের সকালেও হাল ছাড়িনি। সময় আমার প্রতি সঠিক বিচার করেনি। আমার ভাগ্যেই হয়ত তাই ছিল।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
তবে বিনেশের কথা থেকে পরিষ্কার, এবারে তিনি অনেক বেশি শক্তিশালী। প্যারিস অলিম্পিকে এই ধাক্কা মানসিকভাবে তাঁকে আরও অনেক বেশি বলশালী করে তুলেছে। এদিনের বার্তায় মহিলা কুস্তিগীরদের নির্যাতনের প্রতিবাদে আন্দোলনের কথাও টেনেছেন বিনেশ (Vinesh Phogat)। লেখেন, “মহিলাদের সম্মান এবং জাতীয় পতাকার পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে কঠিন লড়াই লড়েছিলাম আমরা। আজও সেই সময়কার ছবিগুলো আমাকে তাড়া করে।”