স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হয়েছে বিনেশ ফোগতকে। মেয়েদের ৫০ কেজি বিভাগের কুস্তিতে ফাইনালে ওঠার পরেও অতিরিক্ত ওজনের জন্য বাদ পড়েন তিনি। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে অন্তত রুপো চেয়ে আবেদন জানিয়েছিলেন ভারতীয় কুস্তিগীর। কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: রাগে ফুঁসছেন মোহনবাগান সমর্থক হরভজন, ছেলেদের শিক্ষিত করার ডাক সূর্য কুমারের
তবে প্যারিস থেকে শূন্য হাতে ফিরলেও সোনা পাচ্ছেন বিনেশ। যদিও তা অলিম্পিকের পদক নয়। বিনেশকে সোনার পদক দিতে চলেছে তাঁরই গ্রামের খাপ পঞ্চায়েত। আগামী ২৫ অগাস্ট রোহতকে সাঙ্গোয়ান খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে বিনেশকে এই পদক দেওয়া হবে। এবং জানা যাচ্ছে, পদকটি দেখতে হবে অবিকল প্যারিস অলিম্পিকের স্বর্ণ পদকের মতই। যা ফাইনাল ম্যাচে নামতে পারলে জেতার সম্ভাবনা থাকত বিনেশের।
মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে বিনেশ ফোগতকে বাতিল করার প্রতিবাদে এই পদক দেওয়া হচ্ছে। সাঙ্গোয়ান খাপ পঞ্চায়েতের সভাপতি সোমবীর সাঙ্গোয়ানের কথায়, “একটা সোনার পদক বানাব আমরা যা দেখতে হবে প্যারিস অলিম্পিকের স্বর্ণ পদকের মতই। এর ওজন ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে হবে।” তিনি আরও বলেন, “বিনেশকে এই পদক দেওয়ার মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য যেভাবে ওকে বাদ দেওয়া হল তার পিছনে যে গভীর চক্রান্ত রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এটা কখনওই মেনে নেওয়া যায় না।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
নিজের অতিরিক্ত ওজনের কথা ফাইনালের আগের রাতেই জানতে পেরেছিলেন বিনেশ ফোগত। তিনি এবং তাঁর কোচ অনেক চেষ্টা করেন ওজন কমাতে। চুল-নখ কেটে ফেলা হয় ভারতীয় কুস্তিগীরের। ঘন ঘন শৌচেও গিয়েছেন। তবু এরপরেও ওজন নিয়ন্ত্রণে আসেনি। উল্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শেষ আশা ছিল, আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তাদের কাছে অন্ততঃ রুপো চেয়ে আবেদন জানিয়েছিলেন বিনেশ। কিন্তু খারিজ হয়ে যায় তাঁর আবেদন। আর এবারে রুপো নয়, খোদ সোনাই পেতে চলেছেন তিনি। তবে তার থেকেও বড় যে জিনিসটি তিনি পাচ্ছেন তা হল মানুষের ভালোবাসা।