স্পোর্টস ডেস্ক: আগামী শুক্রবার বিনেশ ফোগাটের (Vinesh Phogat) রুপো নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল। কিন্তু দিনটা আসার আগেই নিশ্চিত হয়ে রুপো পাচ্ছেন না বিনেশ। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস আবেদন খারিজ করে দিয়েছে তাঁর। বৃহস্পতিবার ৭৮ তম স্বাধীনতা দিবসের আগের রাতেই ভারতীয় অলিম্পিক কমিটির প্রধান পি টি উষা জানিয়ে দিলেন, বিনেশের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
অতিরিক্ত ১০০ গ্রাম ওজনের কারণে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও বাতিল করা হয় বিনেশকে (Vinesh Phogat)। এরপরেও বিনেশ রুপো চেয়ে আবেদন জানিয়েছিলেন আদালতের কাছে। তবে এখনও কিছুটা আশা থেকে যাচ্ছে। বিনেশের আইনজীবী বিধুষপত সিংঘানিয়া ক্যাসের সিদ্ধান্তের বিরুদ্ধে সুইস ফেডারেল ট্রাইবুনালে আবেদন করার কথা জানিয়েছেন। ক্যাস-এর সিদ্ধান্ত সুইস ফেডারেল ট্রাইবুনালে খারিজ হয়ে গেলে, বিনেশ রুপো পেতে পারেন।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সিংঘানিয়া বলেছেন, “কেন আবেদন খারিজ হয়েছে, এত সময় কেন লাগল, তার কোনও উত্তর পাইনি। এই সব বিষয় বেশ অবাক এবং সেই সঙ্গে হতাশও করছে। বিস্তারিত ভাবে রায় জানানো হয়নি। ১০-১৫ দিনের মধ্যে বিস্তারিত রায়ের কপি হাতে পেয়ে যাব।” তিনি আরও জানিয়েছেন, বিনেশের আর এক আইনজীবীর সঙ্গে বসে একটি খসড়া আবেদন তৈরি করে সুইস ফেডেরাল ট্রাইবুনালে পাঠাবেন।
গত শুক্রবার প্রাথমিক শুনানি শেষে তাঁর আইনজীবীরা বলেছিলেন, শুনানি খুবই ভাল হয়েছে। তাই আশা করাই যায় যে রায় পক্ষেই আসবে। কিন্তু রায় পক্ষে এল না। কেন? পি টি উষার কথায়, “বিনেশের রুপোর আবেদন খারিজ হয়ে যাওয়ায় আমি হতাশ। আদালতের তরফে ক্রীড়া জগতের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।”