স্পোর্টস ডেস্ক: শুক্রবার থেকে শনিবার। তারপর মঙ্গলবার হয়ে আরও একটা শুক্রবার। এভাবেই প্রতিবার পিছিয়ে যাচ্ছে অলিম্পিকে বিনেশ ফোগতের (Vinesh Phogat) যুগ্মভাবে রুপো চেয়ে আবেদনের রায়। ফলে ভারতীয় কুস্তিগির আদৌ পদক পাবেন কি না বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (Court of Arbitration for Sport) রায় তাঁর পক্ষে যাবে কি না এই প্রশ্নগুলি এসেই যাচ্ছে।
আরও পড়ুন: হার মানছে মিস্ট্রি থ্রিলার, সত্যিই আত্মঘাতী নাকি হত্যা করা হয়েছে থর্পকে?
বিনেশের (Vinesh Phogat) মামলায় গত শুক্রবার ছিল প্রাথমিক শুনানি। এই শুনানি শেষে আদালত জানিয়েছিল, এত তাড়াতাড়ি এই মামলার রায় দেওয়া সম্ভব নয়। ফলে রায় দান স্থগিত রাখা হয় শনিবার পর্যন্ত। কিন্তু সেদিনও বিচারক ডঃ অ্যানাবেল বেনেট কোনও রায় দিতে পারেননি। মঙ্গলবার পর্যন্ত স্থগিত করে দেন মামলাটি।
কিন্তু বিনেশের মামলাটি এতটাই জটিল অবস্থায় রয়েছে যে মঙ্গলবারও কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হল না বিচারক বেনেটের পক্ষে। রায় দানের দিনটা আরও একবার পিছিয়ে ১৬ অগাস্ট, শুক্রবার করে দিলেন তিনি। ইতিপূর্বে অলিম্পিক কমিটির প্রধান টমাস বাক বিনেশের ঘটনায় দুঃখপ্রকাশ করলেও জানিয়ে দিয়েছিলেন ভারতীয় কুস্তিগীরকে (Vinesh Phogat) রুপো দেওয়া কখনওই সম্ভব নয়। ব্যখ্যা দেন, “সব কিছুরই একটা নিয়ম আছে। সেটা সকলের জন্যই সমান।” আবার পাশাপাশি তিনি এটাও স্বীকার করে নিয়েছিলেন যে বিনেশ ইচ্ছাকৃতভাবে নিজের ওজন বাড়াননি।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
সব মিলিয়ে এক চূড়ান্ত জটিল পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে আদালতের পক্ষে একটি নিরপেক্ষ তথা সঠিক সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ নয়। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল, রায় যদি বিনেশের পক্ষে যায় সেক্ষেত্রে অলিম্পিকের নিয়ম বদলাতে হবে। সেটাও খুব একটা সহজ পদ্ধতি নয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করার আগে বারবার ভাবতে হচ্ছে বিচারককে। সে কারণেই পিছিয়ে যাচ্ছে রায় দানের দিন।