28 C
Kolkata
Friday, October 11, 2024
Home ময়দান চলে এল ১৩ অগাস্ট, ন্যায়বিচার পাবেন বিনেশ?

চলে এল ১৩ অগাস্ট, ন্যায়বিচার পাবেন বিনেশ?

বিশ্বদীপ ব্যানার্জি: অলিম্পিকের সমাপ্তি ঘটেছে। কিন্তু সমাপ্তি ঘটেনি ভারতবাসীর অপেক্ষার। বিনেশ ফোগত (Vinesh Phogat) কি ন্যায়বিচার পাবেন? এই উত্তরের অপেক্ষাতেই মঙ্গলবার উদ্বিগ্ন গোটা দেশ। এই দিনই ভারতীয় কুস্তিগিরের ব্যাপারে রায় ঘোষণা করার কথা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদিনও কি রায় দিতে পারবে আদালত?

- Advertisement -

আরও পড়ুন: অলিম্পিকে অজুহাতের ইভেন্ট থাকলে সোনা পাবে, বিতর্কিত মন্তব্য গাভাস্কারের

ফাইনালে উঠেও বাড়তি ওজনের জন্য সোনা জয়ের লড়াই থেকে বাদ পড়েছেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে ভারতীয় কুস্তিগির তাই আবেদন করেছিলেন যাতে তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হয়। শুক্রবার ছিল এই মামলার প্রাথমিক শুনানি। কিন্তু এই শুনানি শেষে কোনও রায় দেয়নি আদালত। তাদের তরফে জানানো হয়, এত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আবেদনটি যাদের বিরুদ্ধে সেই বিশ্ব কুস্তি সংস্থার বক্তব্যও শোনা প্রয়োজন।

- Advertisement -

দুই পক্ষের বক্তব্য শুনে শনিবার এই বিষয়ে চূড়ান্ত রায় দেবেন বলে জানান বিচারক ডঃ অ্যানাবেল বেনেট। কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ছবি। যেহেতু রবিবার শেষ হয়েছে অলিম্পিক। তাই মনে করা হয়েছিল শনিবার যেভাবেই হোক রায় ঘোষণা করা হবে। কিন্তু শনিবারও রায় দিতে পারেননি বিচারক। শুধু তাই নয়, রায়দান স্থগিত রাখা হয়েছিল ১৩ অগাস্ট, মঙ্গলবার পর্যন্ত।

Vinesh Phogat

 

- Advertisement -

আজই সেই দিন। কিন্তু বিনেশের বিষয়টি এতটাই জটিল আকার ধারণ করেছে যে আজও বিচারক রায় দিতে পারবেন কি না তা জোর দিয়ে বলা যাচ্ছে না। অতিরিক্ত ১০০ গ্রাম ওজনের কারণে অলিম্পিকে মহিলাদের কুস্তি ইভেন্টের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেও বাদ পড়তে হয়েছিল বিনেশকে (Vinesh Phogat)। ফাইনালের আগের রাতেই নিজের বাড়তি ওজনের কথা জানতে পেরেছিলেন তিনি। চুল-নখ কেটে এমনকি ঘনঘন শৌচে গিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ওজন। উল্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এইসব বিষয়গুলি যেমন আদালতকে মাথায় রাখতে হবে তেমনি মাথায় রাখতে হবে অলিম্পিকের নিয়মও।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অলিম্পিক কমিটির প্রধান টমাস বাক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিনেশকে রুপো দেওয়া কোনও মতেই সম্ভব নয়। ভারতীয় কুস্তিগীরের বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেও তিনি বলেছেন, “নিয়মটা নিয়মই। সেটা সকলের জন্যই এক।” ফলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষে বিনেশ ফোগতকে (Vinesh Phogat) রুপো দেওয়া মোটেই সোজা হবে না বলে মনে করা হচ্ছে। যদিও বিনেশের আইনজীবীদের দাবি, শুনানি খুব ভাল হয়েছে। তাঁরা ইতিবাচক ফলাফলেরই আশা করছেন।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...