বিশ্বদীপ ব্যানার্জি: অলিম্পিকের সমাপ্তি ঘটেছে। কিন্তু সমাপ্তি ঘটেনি ভারতবাসীর অপেক্ষার। বিনেশ ফোগত (Vinesh Phogat) কি ন্যায়বিচার পাবেন? এই উত্তরের অপেক্ষাতেই মঙ্গলবার উদ্বিগ্ন গোটা দেশ। এই দিনই ভারতীয় কুস্তিগিরের ব্যাপারে রায় ঘোষণা করার কথা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদিনও কি রায় দিতে পারবে আদালত?
আরও পড়ুন: অলিম্পিকে অজুহাতের ইভেন্ট থাকলে সোনা পাবে, বিতর্কিত মন্তব্য গাভাস্কারের
ফাইনালে উঠেও বাড়তি ওজনের জন্য সোনা জয়ের লড়াই থেকে বাদ পড়েছেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে ভারতীয় কুস্তিগির তাই আবেদন করেছিলেন যাতে তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হয়। শুক্রবার ছিল এই মামলার প্রাথমিক শুনানি। কিন্তু এই শুনানি শেষে কোনও রায় দেয়নি আদালত। তাদের তরফে জানানো হয়, এত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আবেদনটি যাদের বিরুদ্ধে সেই বিশ্ব কুস্তি সংস্থার বক্তব্যও শোনা প্রয়োজন।
দুই পক্ষের বক্তব্য শুনে শনিবার এই বিষয়ে চূড়ান্ত রায় দেবেন বলে জানান বিচারক ডঃ অ্যানাবেল বেনেট। কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ছবি। যেহেতু রবিবার শেষ হয়েছে অলিম্পিক। তাই মনে করা হয়েছিল শনিবার যেভাবেই হোক রায় ঘোষণা করা হবে। কিন্তু শনিবারও রায় দিতে পারেননি বিচারক। শুধু তাই নয়, রায়দান স্থগিত রাখা হয়েছিল ১৩ অগাস্ট, মঙ্গলবার পর্যন্ত।
আজই সেই দিন। কিন্তু বিনেশের বিষয়টি এতটাই জটিল আকার ধারণ করেছে যে আজও বিচারক রায় দিতে পারবেন কি না তা জোর দিয়ে বলা যাচ্ছে না। অতিরিক্ত ১০০ গ্রাম ওজনের কারণে অলিম্পিকে মহিলাদের কুস্তি ইভেন্টের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেও বাদ পড়তে হয়েছিল বিনেশকে (Vinesh Phogat)। ফাইনালের আগের রাতেই নিজের বাড়তি ওজনের কথা জানতে পেরেছিলেন তিনি। চুল-নখ কেটে এমনকি ঘনঘন শৌচে গিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ওজন। উল্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এইসব বিষয়গুলি যেমন আদালতকে মাথায় রাখতে হবে তেমনি মাথায় রাখতে হবে অলিম্পিকের নিয়মও।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
অলিম্পিক কমিটির প্রধান টমাস বাক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিনেশকে রুপো দেওয়া কোনও মতেই সম্ভব নয়। ভারতীয় কুস্তিগীরের বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেও তিনি বলেছেন, “নিয়মটা নিয়মই। সেটা সকলের জন্যই এক।” ফলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষে বিনেশ ফোগতকে (Vinesh Phogat) রুপো দেওয়া মোটেই সোজা হবে না বলে মনে করা হচ্ছে। যদিও বিনেশের আইনজীবীদের দাবি, শুনানি খুব ভাল হয়েছে। তাঁরা ইতিবাচক ফলাফলেরই আশা করছেন।