স্পোর্টস ডেস্ক: সাল ১৯৭৫। প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হলেও ভারত সেখানে খাপ খুলতে পারেনি। আটদলীয় প্রতিযোগিতায় ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচ হেরে সেমিফাইনালেও পৌঁছতে পারেনি বেঙ্কটরাঘবণের দল। তবে ক্রিকেটে না পারলেও এই বছরই কিন্তু প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। হকি দল (Indian Hockey) দিয়েছিল ভারতকে সেই বিশ্বকাপ।
আরও পড়ুন: Bangladesh News Update: আগুন জ্বলছে, মহিলাদের টি-২০ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মেঘ
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ক্রিকেটে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ৮ বছর আগেই হকিতে বিশ্বকাপ জিতেছিল ভারত। এমনকি ভারতীয় ফিল্ড হকি দল অলিম্পিকের মঞ্চে শেষ যে ফাইনাল খেলে, তাও ‘৮৩ বিশ্বকাপের বছর তিনেক আগে। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারত শেষ বার ফিল্ড হকি ইভেন্টে ফাইনাল খেলে এবং সোনা জেতে।
শুধু সাফল্যের দিক দিয়েই নয়, জনপ্রিয়তায়ও ক্রিকেটের তুলনায় হকি (Indian Hockey) ঢের এগিয়েছিল একটা সময়। ধ্যানচাঁদের আমলে সে সময় হকিতে ভারতের স্বর্ণযুগ চলছে। ১৯২৮ থেকে ১৯৫৬ পর্যন্ত অলিম্পিকের ফিল্ড হকি ইভেন্টে টানা সোনা জিতে এসেছে ভারত। এরপর ১৯৬০ -এর রোম অলিম্পিকে রুপো। ১৯৬৪ তে আবার সোনা। তারপর আবার ১৯৮০ তে। অন্যদিকে বিশ্বকাপ এখনও পর্যন্ত একবার পেলেও ১৯৭৩ সালে রানার্স হয় ভারত।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
আজকের দিনে দাঁড়িয়ে এসব নিছকই গল্পকথা মনে হতে পারে। ২০১৬ সালে ঘরের মাঠে যুব বিশ্বকাপ জিতলেও ভারতীয় হকির (Indian Hockey) পারফরম্যান্স যে একেবারেই পাতে দেওয়ার মত নয়। যদিও গত টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন শ্রীজেশ-মনপ্রীতরা। কিন্তু অতীতের রঙিন দিনগুলো মনে পড়লে এই ব্রোঞ্জ জয়ে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই আসে না হৃদয়ের অন্তঃস্থল থেকে।
কিন্তু এবারে সুযোগ হরমনপ্রীতদের সামনে। এই দীর্ঘশ্বাসকে পুনরায় জয়ধ্বনিতে বদলে দেওয়ার। সুযোগ গত টোকিও অলিম্পিকেও এসেছিল। কিন্তু এবারে যে লড়াইটা দেখাচ্ছে হকি দল তাতে তাদের নিয়ে ভরসাটা করাই যায়। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পর্যদুস্ত করে সেমিতে এসে পৌঁছেছেন হরমনপ্রীত সিংরা। তাঁদের লড়াই যেন একটু হলেও মনে করিয়ে দিচ্ছে ভারতীয় হকির (Indian Hockey) স্বর্ণযুগকে। তাই সামনে যতই জার্মানির মত দল থাকুক না কেন, সেমি ফাইনালে জয় ছাড়া আর কিছুই ভাবা উচিৎ নয়। সেই সুদিন ফেরাতেই হবে।