স্পোর্টস ডেস্ক: জ্যাভলিনের কোয়ালিফাইং রাউন্ডে অটো কোয়ালিফিকেশন মার্ক ৮৪ মিটার। এক থ্রো-তেই যোগ্যতা অর্জন করে ফেললেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। মরশুমের সেরা থ্রোতে প্রথমেই ৮৯.৩৪ মিটার। একের পর অ্যাথলিট সাড়া জাগিয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ। এই অবস্থায় নীরজের এই থ্রো নতুন করে আর আশা জাগাচ্ছে ভারতকে। কিন্তু নীরজ নিজে, তিনি এই অবিস্মরণীয় থ্রোয়ের পর কী বলছেন?
আরও পড়ুন: হাসিনার পদত্যাগে ১২ বছর পর বিদায় নেওয়ার পথে নাজমুল হাসান পাপন-ও
মঙ্গলবার যোগ্যতা অর্জনের পর বৃহস্পতিবার ফাইনালের লড়াইয়ে নামবেন নীরজ (Neeraj Chopra)। তার আগে এদিন সাংবাদিকদের কাছে তাঁর সাফ দাবি, যত ভালই পারফর্ম করুন না কেন, এই মুহূর্তে সন্তুষ্ট কিছুতেই হতে পারছেন না তিনি। তাই যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের পর এদিন সাংবাদিকরা ৮৯.৩৪ মিটারের এই অবিশ্বাস্য থ্রো-টি নিয়ে প্রশ্ন রেখেছিলেন টোকিও অলিম্পিকে সোনাজয়ীর কাছে।
এই প্রশ্নের উত্তরেই নীরজ সাফ জানিয়ে দেন, তিনি বিন্দুমাত্র সন্তুষ্ট নন। ব্যখ্যা দিয়েছেন, “এটা তো কোয়ালিফিকেশন রাউন্ড ছিল। যত তাড়াতাড়ি ছাড়বেন তত ভাল।” যোগ করেন, “ফাইনাল এখনও বাকি।” অবশ্য এরপরেও নীরজের কাছে প্রশ্ন রাখা হয়, গত অলিম্পিকের মত এবারেও তিনি সোনা জয়ের কথা ভাবছেন কি না?
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
এই প্রশ্নে রীতিমত বিরক্ত জ্যাভলিনের বিশ্ব চ্যাম্পিয়ন। একটু সাবধানীও বটে। বললেন, “এটা সবে যোগ্যতা অর্জন পর্ব। এখনই এতকিছু ভাবার মানে হয় না। আমি মনে করছি, শুরুটা অবশ্যই ভাল হয়েছে। এর বেশি না ভাবাই ভাল। ফাইনালে সকলে অন্য রকমের মানসিকতা নিয়ে নামে। ওখানে নতুন লড়াই। নতুনভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে।” নীরজ (Neeraj Chopra) যাই বলুন না কেন, হকি দলের সেমিফাইনাল হারের দিনে তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে দেশ। তিনি তো আর যে সে কেউ নন, খোদ সোনাজয়ী অলিম্পিয়ান।