
খাস খবর ডেস্ক: টি -২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে খোশমেজাজে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার টিম ইন্ডিয়া নিজেদের ট্রেনিং সেশন বেশ ভালো মতো উপভোগ করছে। ট্রেনিং সেশনে ভারতীয় ক্রিকেটারদের ভলিবল খেলতে দেখা গিয়েছে। ৩১ অক্টোবর কিউই দলের বিরুদ্ধে ম্যাচের আগে চাপ থেকে মুক্ত পেতেই হয়তো এই পন্থা অবলম্বন করছেন বিরাটরা। বিসিসিআই ভলিবল খেলার ভিডিওটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে।
যেখানে ভারতীয় দলের মেন্টর এমএস ধোনিকেও ভলিবল খেলতে দেখা যাচ্ছে। এছাড়াও অধিনায়ক বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মা, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার এবং বরুণ চক্রবর্তীকেও ভলিবল খেলতে দেখা যাচ্ছে। ভিডিও এর ক্যাপশনে লেখা রয়েছে, “ছুটিতে বিচ ভলিবল খেলছে টিম ইন্ডিয়া।” টি -২০ বিশ্বকাপে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভালো ছিল না।
আরও পড়ুন: Alex Pullin: অলিম্পিয়ানের মৃত্যুর ১৫ মাস পরে সন্তানের জন্ম দিলেন স্ত্রী
A game of beach volleyball as #TeamIndia unwinds in their day off! 👍 👌#T20WorldCup pic.twitter.com/3JXOL17Rr3
— BCCI (@BCCI) October 29, 2021
প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিল বিরাট বাহিনী। তবে ভারতের জন্য সেমিফাইনালের রাস্তা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ভারতের সামনে রাস্তা কঠিন। গ্রুপ – ২ তে পাকিস্তান লাগাতার তিন ম্যাচে জয়ের পর সেমিফাইনালে পৌঁছেছে। রবিবার বিরাটদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। এছাড়াও গ্রুপের সমস্ত ম্যাচ জিততে হবে।রবিবার বিরাটদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। এছাড়াও গ্রুপের সমস্ত ম্যাচ জিততে হবে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড একেবারেই ভালো নয় ভারতের। যা ভারতের উপরও বাড়তি চাপ সৃষ্টি করবে।