কোথায় দেখতে পারবেন সুপার কাপের ম্যাচ, জানুন বিস্তারিত

0
1124

সব্যসাচী ঘোষ : আর কয়েক দিন বাদেই শুরু হতে চলেছে সুপার কাপ (Super Cup 2023)। কেরালার মাঞ্জেরি ও কোঝিকোড়ে হওয়া এই ম্যাচগুলি টিভি কিংবা ওটিটিতে কোথায় দেখানো হবে? এই নিয়ে প্রশ্ন রয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে। সুপার কাপের গ্রুপ পর্ব, সেমি ফাইনাল ও ফাইনালের লাইভ সম্প্রচার করা হবে। টিভিতে সোনি স্পোর্টস টু চ্যানেলে দেখানো হবে সুপার কাপের মূলপর্ব (Super Cup 2023)।

- Advertisement -

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে সুপার কাপ দেখানো হবে ফ্যানকোড অ্যাপে। ৭৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখা যাবে সুপার কাপের পুরো মূলপর্বের সমস্ত ম্যাচ। তবে যোগ্যতা অর্জন পর্বের কোনও ম্যাচের লাইভ সম্প্রচার হবে না।

৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্ব। এদিকে ৮ এপ্রিল থেকে মূলপর্ব শুরু হবে। ২১ ও ২২ এপ্রিল হবে দুটি সেমি ফাইনাল, আর ফাইনাল হবে ২৫ এপ্রিল।