
স্পোর্টস ডেস্ক: বর্তমান ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri) কামব্যাক করছেন জাতীয় দলে। আগামী ২৮ মে দোহায় অনুষ্ঠিত হতে চলা একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জর্ডানের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। সেই ম্যাচ খেলতে দীর্ঘ ছয় মাস পর ভারতীয় দলে ফিরেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৩৭ বছর বয়সী সুনীল সর্বশেষ অক্টোবরে SAIF চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয়ে ভারতের হয়ে খেলেছিলেন। এরপর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি।
কলকাতায় অনুশীলন ক্যাম্পের সময় ভারতীয় দলের কোচ ইগর স্টিমাক ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। সুনীল ছেত্রী ছাড়াও ঈশান পন্ডিতও দলে ফিরেছেন। ভিপি সুহাইর এবং চোট পাওয়া রহিম আলী দলের বাইরে রয়েছেন। ভারতীয় দল ২৫ মে দোহার উদ্দেশ্যে রওনা দেবে। সেখানেই অনুশীলন চলবে। একটি প্রীতি ম্যাচের পর দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স পর্বের প্রস্তুতিতে ৩০ মে কলকাতায় ফিরে আসবে।
আরও পড়ুন: পরের বছরই আরসিবি -তে ফিরছেন AB de Villiers
জর্ডানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ভারতীয় দল-
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, লক্ষ্মীকান্ত কাট্টিমনি, অমরিন্দর সিং।
ডিফেন্ডার: রাহুল ভেকে, আকাশ মিশ্র, হরমনজ্যোত সিং খাবরা, রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, শুভাশীষ বোস, প্রীতম কোটাল।
মিডফিল্ডার: জ্যাকসন সিং, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, ব্রেন্ডন ফার্নান্দেস, ঋত্বিক দাস, উদন্ত সিং, ইয়াসির মহম্মদ, সাহল আবদুল সামাদ, সুরেশ ওয়াংজাম, আশিক কুরুনিয়ান এবং লিস্টন কোলাসো।
ফরোয়ার্ড: ঈশান পন্ডিত, সুনীল ছেত্রী এবং মনবীর সিং।