জামসেদপুরের বিরুদ্ধে জিতে আপ্লুত স্টিফেন কনস্টানটাইন

0
132
stephen-constantine-on-the-loss-against-hyderabad-fc

সব্যসাচী ঘোষ : রবিবার জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে জামসেদপুর এফসিকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি। আর এই জয়ে স্বাভাবিকভাবে খুশি ইস্টবেঙ্গল হেড কোচ স্টিফেন কনস্টানটাইন। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে স্টিফেন বলেছেন, “আজকের ম্যাচটা খুব কঠিন হবে বলেই ধরে নিয়েছিলাম আমরা। ওদের ভাল ভাল খেলোয়াড় আছে, যাদের গড় উচ্চতা বেশি।”

“আমরা বেশির ভাগ সেকেন্ড বলই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছি আজ। সুযোগও কাজে লাগিয়েছি ঠিকমতো। যে ম্যাচগুলো আমরা জিতেছি, সেগুলোতে ৯০ মিনিটই আমরা ভাল খেলেছি। যখন আমরা পুরো ম্যাচ ভাল খেলি, তখন আমাদের হারানো কঠিন হয়ে ওঠে। আজ ছেলেরা যা খেলেছে, তাতে আমি খুবই খুশি। ওরা সত্যিই অসাধারণ খেলেছে আজ।”

- Advertisement -

আরও পড়ুন: নক-আউটে যেতে আর্জেন্টিনার সামনে থাকছে এই সমীকরণ

এদিকে ঘরের মাঠে জেতা নিয়ে স্টিফেন বলেছেন, “ম্যাচ জিতলে এটা কোনও ব্যাপার নয়। আমরা ন’পয়েন্ট নিয়ে এসেছি বাইরে থেকে, অবশ্যই ঘরের মাঠে জিততে চাই আমরা। কারণ, আমাদের সমর্থকেরা সেটা চান। হয়তো অদূর ভবিষ্যতে তাও পাব। এটা ঠিকই যে বাইরে এসে আমরা ভাল খেলছি।”