
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে চমক
আইপিএল শুরু হতে আর কিছুক্ষণের মধ্যেই।আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে চলেছে জনপ্রিয় এই ক্রিকেট লিগটির ষোলতম আসর। জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্ধানা, ক্য়াটরিনা কাইফ, টাইগার শ্রুফ, তামান্না ভাটিয়ারা। যদিও সবই এখনও গুঞ্জন। তবে এরই মধ্যে বলিউড তারকা তামান্না ভাটিয়া ও সঙ্গীতশিল্পী অরিজিত সিংয়ের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ক্রিকেটের মহা ইন্দ্রের বিদায় যাত্রার শুভারম্ভ
রোডসের চোখে শীর্ষ ফিল্ডার এখন একজনই, ‘জাদেজা’
জন্টি রোডসের কাছে প্রশ্ন ছিল, “এই সময়ের শীর্ষ তিন ফিল্ডার কে কে?” সর্বকালের সেরা ফিল্ডারদের একজন বলে বিবেচিত এই দক্ষিণ আফ্রিকান গ্রেট উত্তর দিতে সময় নিলেন না মোটেও, “এই মুহূর্তে স্রেফ একজনই আছে, রবীন্দ্র জাদেজা।”
চেন্নাইয়ে বড় ধাক্কা, আইপিএল থেকে ছিটকে গেলেন মুকেশ চৌধুরী
আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামার আগে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মুকেশ চৌধুরী। আইপিএলে পাওয়া যাবে না তাঁকে। বাঁ হাতি পেসারের পিঠে চোট ছিল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। এনসিএতে যাওয়ার আগে চেন্নাইয়ের শিবিরে যোগ দিয়েছিলেন মুকেশ। ভাবা হয়েছিল, হয়তো টুর্নামেন্টের শুরুর দিকে পাওয়া যাবে না তাঁকে। কিন্তু পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন মুকেশ।
অনলাইনে পোকার গেম খেলে ১০ লক্ষ ইউরো খোয়ালেন নেইমার!
নেইমারের সময়টা এখন একবারেই ভালো যাচ্ছেনা। সম্প্রতি চোটের কারণে অস্ত্রোপচার, আর সেজন্যই অনিশ্চিত কালের জন্য চলে গেছেন মাঠের বাইরে। ফের কবে ফুটবল পায়ে ফিরবেন সে নিয়েও আছে ঘোরতর আশঙ্কা। এর মাঝেই গত সোমবার নেইমারের টুইটার অ্যাকাউন্টও নাকি হ্যাকিংয়ের শিকার হয়েছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো-ই এই খবর দিয়েছে। আর সেদিনই নাকি আবার অনলাইনে জুয়া খেলে ১০ লাখ ইউরো হারিয়েছেন নেইমার! আর সেই অর্থ হারিয়ে কান্নাকাটি করার ভঙ্গিও করলেন নেইমার। পিএসজি তারকা অনলাইনে পোকার খেলার সময় ফেসবুকে লাইভে এসেছিলেন। খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেক পরই ১০ লাখ ইউরো খোয়া যায় তাঁর। সেই হারের কথা নিজেই জানিয়েছেন নেইমার।
টি-টোয়েন্টি ব্লাস্টে নতুন ঠিকানায় আফ্রিদি
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের আসছে আসরের জন্য নতুন দলে যোগ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা পেসারের সঙ্গে চুক্তি করেছে নটিংহ্যামশায়ার। ক্লাবটির দুইজন বিদেশি টি-টোয়েন্টি ক্রিকেটারের মধ্যে একজন আফ্রিদি। আরেকজন হলেন নিউ জিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান কলিন মানরো।
বিশ্বকাপ খেলতে চাইলে পিএসজিতে থাকাই ভালো মেসির
লিওনেল মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার ফিসফাস চলছে বেশকিছু দিন ধরেই। বিশ্বকাপজয়ী মেসিকে অবশ্য প্যারিস সেইন্ট জার্মেইনেই থাকতে বলছেন আর্জেন্টিনার কিংবদন্তি প্রাক্তন মারিও কেম্পেস। ‘যদি সে পরবর্তী বিশ্বকাপে খেলতে চায়, তবে ফ্রান্সে থাকা তাঁর জন্য ভালো হবে। চ্যাম্পিয়ন্স লিগ তাঁকে কিছুটা পোড়াচ্ছে। পিএসজিতে এই তিন বছর সে ভালো থাকবে। আমরা তাঁকে কোয়ালিফায়ারেও দেখতে পারি।’
কলকাতার ‘ডাক্তার’ লিটন, ‘অক্সিজেন’ সাকিব
আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার লিটন দাসের। যদিও বাংলাদেশের সিরিজ নিয়ে ব্যস্ততা থাকায় এখনও ছাড়পত্র মেলেনি। তবে টুর্নামেন্টের শুরু থেকেই তাদের খেলার ব্যাপারে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি ও তাদের সমর্থকরা। কদিন আগে কলকাতা কোচ জানিয়েছিলেন নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। হিন্দুস্থান টাইমসের মতে, কলকাতার পুরনো রোগের ‘ডাক্তার’ হবেন লিটন। তাছাড়া জি টুয়েন্টি ফোরও কম যায় না। কেকেআরের পুরনো খেলোয়াড় সাকিবকে তারা আখ্যা দিয়েছে দলের ‘অক্সিজেন’ হিসেবে।
ক্লাবগুলিকে আরো বেশি করে ক্ষতিপূরণ দেবে ফিফা
২০২৬ ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দেশের ক্লাবের হয়ে খেলা জাতীয় দলের ফুটবলারদের ছাড়তে ক্লাব গুলোকে ফিফার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য সেই ক্ষতিপূরণের অংক ঘোষণা করা হয়েছে। ঘোষিত অর্থের পরিমাণ আগের যে কোন বিশ্বকাপের তুলনায় অনেক বেশি, প্রায় ৭০ শতাংশ। ফিফা তরফে এই ক্ষতিপূরণের অংক ঘোষণা করা হয়েছে।
ম্যাক্সওয়েল-হ্যাজেলউডকে পাচ্ছে না আরসিবি, ক’ম্যাচে নেই তারা?
আইপিএল শুরুর ঠিক আগে জোড়া ধাক্কা খেল বেঙ্গালুরু শিবির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির তাদের অভিযানের শুরুর দিকে পাচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েল ও জস হ্যাজেলউডকে। দুই অজি তারকা ক্রিকেটারকে ঠিক কতদিন পাবেন না বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিরা? ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রের খবর, পেসার হ্যাজেলউডকে না পাওয়া আশঙ্কা বেশ কয়েকটি ম্যাচের জন্যই। যদিও ম্যাক্সওয়েলকে শুধুমাত্র প্রথম ম্যাচেই পাওয়া যাবে না।
এমবাপ্পেকে নিয়ে আর আগ্রহ নেই রিয়ালের
আবারও দলবদলের বাজারে রিয়াল-এমবাপ্পে গুঞ্জন। তবে এবার হতাশ হতে হচ্ছে সমর্থকদের। কারণ, স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি, এ মরশুমের দলবদলে পিএসজির সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও কোনো আগ্রহ নেই আপাতত ক্লাবটির। লস ব্লাঙ্কোদের ঝোঁক এখন হল্যান্ড কিংবা বেলিংহ্যামের দিকে।
বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হলো শ্রীলঙ্কার
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম রাউন্ড খেলে সুপার টুয়েলভে জায়গা করে নিতে হয় তাদের। এবার ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারল না তারা, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটের হারে কপাল পুড়ল লঙ্কানদের।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মেসিকে বার্সায় ফেরানোর কাজ চলছে, দাবি রোমানোর
লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন। আদৌ কি শৈশবের ক্লাবে ফিরবেন রোজারিওতে জন্ম নিয়ে বার্সায় বেড়ে উঠা সেই ছোট্ট ছেলেটি? উত্তর দেয়া কঠিন। তবে বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউসতের বরাত দিয়ে ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছেন, মেসিকে বার্সায় ফেরানোর জন্য প্রক্রিয়া চলমান। আর্জেন্টাইন তারকার সঙ্গে এরইমধ্যে নাকি বার্সার পক্ষ থেকে যোগাযোগও করা হয়েছে।
শেষ ম্যাচে বাংলাদেশকে মাটিতে নামাল আয়ারল্যান্ড
বাংলাদেশ সফরের শুরু থেকেই খাবি খাচ্ছিল আইরিশরা। ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে পাত্তা না পাওয়ার পর টি-টোয়েন্টিতেও ব্যাটিং-বোলিংয়ে বিপর্যস্ত সফরকারীরা। অনুমিত ছিল, শেষ টি-টোয়েন্টিতেও টাইগারদের কাছে পাত্তাই পাবে না পল স্টার্লিংয়ের দল। কিন্তু সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আইরিশরা।