আজকের ময়দানের খাস খবর (২২ মে, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
30
asia-cup-2023-india-and-pakistan-drawn-in-same-preliminary-group-for-asia-cup-odi-tournament

দলের বিবর্ণ পারফরম‍্যান্সে বিরক্ত বায়ার্ন কোচ

লাইপজিগের বিপক্ষে হারে বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের টানা একাদশ শিরোপা জয়ের স্বপ্নে লেগেছে বড় চোট। নিজেদের হাত থেকে ছুটে গেছে শিরোপা ভাগ‍্য। আসরের অন্তিম পর্যায়ে এসে দলের বিবর্ণ পারফরম‍্যান্সে ভীষণ বিরক্ত টমাস টুখেল। জার্মান এই কোচ বলেছেন, এই হারের কোনো ব‍্যাখ‍্যা নেই তার কাছে।

- Advertisement -

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্রিকেটারদের সাহায্য করবে আইপিএল, দাবি চ্যাপেলের

রোমের নতুন রানী রিবাকিনা

অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে এলেনা রিবাকিনার। ইতালিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এই খেলোয়াড়। ফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের আনহেলিনা কেলিনিনা। কিন্তু ম্যাচের মাঝপথে বাঁ পায়ে চোট পেয়ে কোর্ট ছাড়েন তিনি। এরপর আর চালিয়ে যেতে পারেননি খেলা। ওই সময় ৬-৪ ও ১-০ তে এগিয়ে ছিলেন গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা। আসরে এ নিয়ে তৃতীয় ম্যাচ ওয়াকওভার পেলেন তিনি। এটি রিবাকিনার চতুর্থ ডব্লিউটিএ শিরোপা।

চ্যাম্পিয়নস লিগ না জিতলে সিটি অপূর্ণ’

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা যেন ম্যানচেস্টার সিটির কাছে ‘বাঁ হাতের খেল।’ পেপ গার্দিওলার অধীনে এই টুর্নামেন্টের শিরোপা নিয়মিতই শোকেসে তুলছে ম্যানসিটি। কিন্তু এখনো জিততে পারেনি কোনো চ্যাম্পিয়নস লিগ। গার্দিওলার মতে, চ্যাম্পিয়ন লিগ জিতলেই পরিপূর্ণ দল হবে সিটিজেনরা।

দুই পর্বে এশিয়া কাপ, ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের নতুন পরিকল্পনা

আসন্ন এশিয়া কাপ নিয়ে নাটক যেন কোন ভাবেই থামছেই না। অনিশ্চয়তায় ঘেরা এশিয়া কাপ নিয়ে প্রতিদিনই মিলছে নিত্য নতুন তথ্য। তবে কোনো সুরাহা না থাকায় ঝুলে আছে এশিয়ার এই টুর্নামেন্টটির ভাগ্য। নতুন খবর, দুটি ধাপে হতে পারে এশিয়া কাপ। যেখানে প্রথম ধাপে খেলা হবে পাকিস্তানে। এরপর সেটি পাড়ি জমাবে দুবাইয়ে। এমন খবরই প্রকাশ করেছে পাকিস্তানের এক জনপ্রিয় সংবাদমাধ্যম।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ব্রুকের ১ রানের জন্য হায়দ্রাবাদের খরচ ৯ লাখ টাকা!

আইপিএল থেকে অনেক আগেই ছিটকে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে থেকে শেষ হয়েছে দলটির এবারের আইপিএল। শেষ ম্যাচেও শূন্য রানে আউট হন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। আইপিএলের ১৬তম আসরে ১৭ কোটি টাকার ওপরে খরচ করে হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল অরেঞ্জ আর্মি। পুরো আসরে ২১ গড়ে তিনি করেছেন ১৯০ রান। তাতে রান প্রতি ব্রুকের পিছনে হায়দরাবাদের খরচ হয়েছে ৯ লাখ টাকার ওপরে (৬ লাখ ৯৭ হাজার টাকার ওপরে)। কেকেআরের বিপক্ষে এক সেঞ্চুরি ছাড়া বাকি ১০ ইনিংসে মাত্র ৯০ রান করেছেন হ্যারি ব্রুক। এত অর্থ খরচ করে দলে নেয়ার পরে এমন বাজে পারফরম্যান্সের পর ব্রুককে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তাতে আসর শেষে সমর্থকের তোপের মুখে এই ইংলিশ ব্যাটার।