অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় সানিয়ার

0
30

বিশ্বদীপ ব্যানার্জি: অস্ট্রেলিয়ান ওপেন-ই শেষবার। এরপর আর পেশাদার টেনিসে দেখা যাবে না সানিয়া মির্জাকে। তিনি আগেই জানিয়ে রেখেছিলেন নিজের অবসরের কথা। অর্থাৎ সানিয়া নিশ্চিতভাবেই চাইবেন শেষটা স্মরণীয় করে রাখতে। কিন্তু শেষের শুরুটা মোটেই ভাল হল না।

আরও পড়ুন: কিউইদের ৩-০ হারানোর মধ্যেই কি লুকিয়ে আছে বিশ্বজয়ের চাবিকাঠি, উঠে এল নয়া তত্ত্ব

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অস্ট্রেলিয়ান ওপেনে এদিন প্রমীলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া। ভারতীয় টেনিস তারকা জুটি বেঁধেছিলেন কাজাখস্তানের আনা ডানিলিনার সঙ্গে। এই জুটি ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভ্যাঙ্কের কাছে হেরে বিদায় নিয়েছে।

৪-৬, ৬-৪, ২-৬ ব্যাবধানে হেরে গিয়েছেন সানিয়ারা। তবে প্রমীলাদের ডাবলসে হেরে গেলে এখনও কিন্তু মধুরেণ সমাপয়েতের সুযোগ রয়েছে সানিয়ার কাছে। মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। নিশ্চিতভাবেই এই শিরোপা জিতে তবেই কেরিয়ারকে বিদায় জানাতে চাইবেন তিনি।