
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি -২০ বিশ্বকাপের জন্য রওনা হওয়ার আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ভগবান দর্শনে গেলেন। হিটম্যান তার পরিবারের সঙ্গে মুম্বইয়ের জনপ্রিয় সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছেন। রোহিতের স্ত্রী রীতিকা এবং মেয়ে সামাইরাকে গণপতি বাপ্পার কাছে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে ভারত প্রথম টি -২০ বিশ্বকাপ টুর্নামেন্ট জিতেছিল। এই বছর আবারও টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে থাকবে ভারত। এদিকে ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল সেই ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জিতেছিল ধোনির ভারত। এরপর ভারত অনেক টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।
আরও পড়ুন: IND vs SA : কুলদীপ যাদবের ম্যাজিক বল মনে করাল বাবরের আউটের স্মৃতি
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি -২০ সিরিজ জয়ের পর এবার অস্ট্রেলিয়া পৌঁছল ভারতীয় দল। টিম ইন্ডিয়া টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল। যাতে সেখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। অধিনায়ক রোহিত শর্মা এর আগে বলেছিলেন যে যেহেতু দলের অনেক খেলোয়াড় প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলছেন, তাই তিনি তাদের থিতু হওয়ার জন্য সময় দিতে চান। টি -২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল।