“পার্থক্য হবে না”, দ্রাবিড়ের উপস্থিতি নিয়ে বললেন প্রাক্তন হেড কোচ

0
27

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ শুরুর আগেই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়েছেন। বড় ধাক্কা ভারতীয় শিবিরে। বিসিসিআই সচিব জয় শাহ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। দ্রাবিড় করোনায় আক্রান্ত হওয়ার পরেই একটি বিবৃতি এসেছে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর তরফ থেকে। শাস্ত্রী বলেছেন যে, দ্রাবিড়ের করোনা পজিটিভ হওয়া ভারতীয় দলে খুব একটা পার্থক্য হবে না।

ভারতীয় দল এখন শুরুর দিকের ম্যাচে কোচ দ্রাবিড়কে ছাড়াই খেলবে। তিনি আপাতত দুবাই যেতে পারবেন না। মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শাস্ত্রী বলেন, “প্রথমেই বলব যে এখন এটাকে করোনা বলবেন না, এটা একটা ফ্লু মাত্র। ওষুধ খেয়ে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আশা করছি ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দলের সঙ্গে থাকবেন।” রাহুল দ্রাবিড়ের নেগেটিভ কোভিড রিপোর্ট আসার পরে দলে যোগ দিতে পারবেন। এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। রাহুল দ্রাবিড় এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। ফলতঃ দলের সঙ্গে এখনই দুবাইয়ের উদ্দেশ্যে এখনই রওয়ানা দিতে পারবেন না।

- Advertisement -

আরও পড়ুন: আদালতের নির্দেশের পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে ফিফাকে চিঠি AIFF -র

তবে আশা করা হচ্ছে, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং সময়মতই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু যদি শেষপর্যন্ত তিনি এশিয়া কাপে থাকতে না পারেন? এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বোর্ডের জনৈক কর্মকর্তা বলেন, “এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়। কাজেই, আপাতত সহকারী কোচ পরশ মামব্রে-ই দলকে সামলাবেন। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে, ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দিয়ে দুবাই পাঠানো হবে কিনা।”