
খাস খবর ডেস্ক: পাকিস্তান ক্রিকেট এখন টালমাটাল পরিস্থিতিতে। রাওয়ালপিন্ডিতে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামার আগেই সিরিজ বাতিল করে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। দুদিন যেতে না যেতেই ব্রিটিশরাও পাক সফর প্রত্যাহার করে নেয়। ওয়াঘার ওপারের বাসিন্দারা এর পেছনে ভারতের হাত দেখতে পেয়েছিল।
একাধিক পাক কর্তাকে বলতে শোনা গিয়েছিল, ভারতের জন্যই এদেশে খেলতে চায় না কোনও দল। এরই মাঝে চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে আরো এক বিস্ফোরণ ঘটালেন রামিজ রাজা। ভারতীয় ক্রিকেটের আজ যে এত রমরমা, এর মূল কারণ পাকিস্তানই। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
আরও পড়ুন: দোষ করেননি, তবু লককে বের করে দিয়েছিলেন আম্পায়ার
রামিজ বর্তমানে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান। তিনি জানান, ভারতীয় কোচ হিসেবে রবি শাস্ত্রী পাকিস্তানের কৌশলগুলি কাজে লাগিয়েই দলকে এগিয়ে নিয়ে চলেছেন। তাঁর কথায়, “রবি যেহেতু ভারতের কোচ, তাই এটাই প্রত্যাশিত ছিল। রবি চিরকালই পাকিস্তান ক্রিকেটের ভক্ত। দল চালাতে স্বাভাবিকভাবেই ও পাকিস্তানের টেকনিকগুলি ফলো করে।” যোগ করেছেন, “পাকিস্তানের পরিকল্পনাগুলি কাজে লাগিয়েই ভারতীয় ক্রিকেট এগিয়ে চলেছে। আমাদের মধ্যে যাদের প্রতিভা কম ছিল, তারাও নিজেকে উজাড় করে দিত। আজকাল ভারতের মন্ত্রও তাই। এর ফলেই ওদের প্রথম শ্রেণীর ক্রিকেটের মান আজ এত উন্নত।”
আজকের পাকদল অতীতের ছায়ামাত্র। ভারত যতটাই উন্নতি করেছে, তাঁর উত্তরসূরীরা যেন ততটাই নেমেছে। সে কথা অবশ্য অস্বীকার করলেন না রামিজ। “ভারত অনেক এগিয়ে গিয়েছে। ওদের সমকক্ষ হতে গেলে কিংবা কাছাকাছি পৌঁছতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আগামী তিন-চারটে বছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।” জানান রামিজ।