স্পোর্টস ডেস্ক: ভারতীয় পেস বোলার বিকাশ টোকাস, বিরাট কোহলির নেতৃত্বে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছিলেন। একজন পুলিশ অফিসার তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ঘটনায় বিকাশ নিজেই অভিযোগ দায়ের করেছেন। তিনি তার অভিযোগে বলেছেন যে, পুলিশ অফিসার তার মুখে ঘুষি মারেন। এর ফলে চোখ কোনওমতে রক্ষা পায়। ঘটনাটি দিল্লির এবং নির্যাতিত ক্রিকেটার এই বিষয়ে রাজধানীর ভিকাজি কামা থানায় একটি রিপোর্টও লিখেছেন।
বিকাশ জানিয়েছেন, পুলিশ অফিসার তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এবং তাকে লাঞ্ছিত করেছিলেন। পুলিশের মারে তার চোখের নীচে গুরুতর চোট লাগে। দৃষ্টিশক্তিও চলে যেতে পারত। বিকাশ পুলিশ সদর দফতরে একটি অভিযোগও পাঠিয়েছে্ন। অভিযোগপত্রের সঙ্গে নিজের ছবিও পাঠিয়েছেন পুলিশের কাছে। বিকাশ মেইলে লিখেছেন, “২০২২ সালের ২৬ জানুয়ারি আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অভিযোগের বিষয়ে আমি মেইল করছি। আমি একজন জাতীয় পর্যায়ের এবং আইপিএল ক্রিকেটার। সেদিন পুলিশ কর্মকর্তারা আমাকে গালিগালাজ করে এমনকি আমাকে ঘুষিও মেরেছিল। আমার দৃষ্টিশক্তি কোনক্রমে রক্ষা পেয়েছিল।”
আরও পড়ুন: “স্বপ্ন সত্যি হল”, লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত রাহুল
বিকাশ ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। এছাড়াও তিনি নর্থ জোন এবং রেলওয়ের হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দলেরও অংশ ছিলেন। নিলামে বিকাশকে ১০ লক্ষ টাকায় কিনেছিল আরসিবি। সেই সময় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তবে আইপিএলে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি বিকাশ। এ পর্যন্ত ১৫ টি প্রথম শ্রেণীর এবং ১৭ টি টি -২০ ম্যাচ খেলেছেন এই পেস বোলার।