স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। মহিলাদের বক্সিং ইভেন্টে ইমানে খেলিফকে (Imane Khelif) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইমানে খেলিফের বিরুদ্ধে নেমেছিলেন ইতালিয়ান অ্যাঞ্জেলা কারিনি। কিন্তু মাত্র ৩০ সেকেন্ডেই ম্যাচ থেকে সরে দাঁড়ান তিনি। সেই সঙ্গে মেয়েদের ইভেন্টে একজন বায়োলজিক্যাল পুরুষকে খেলানোর জন্য প্রতিবাদ জানান। প্রশ্ন উঠতে শুরু করে, ইমানে কি সত্যিই পুরুষ? যদি পুরুষই হন, তাহলে তিনি মেয়েদের ইভেন্টে কী করে খেলেন? এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
তারকা সাংসদ একেবারেই মেনে নিতে পারছেন না ইমানের আচরণ। কঙ্গনা সোচ্চার হয়েছেন, “কাল আপনার সন্তানের চাকরি বা পদক ছিনিয়ে নেওয়ার আগেই আজ প্রতিবাদ করুন। মহিলাদের খেলাকে বাঁচান। অলিম্পিকে অংশ নেওয়া ওই বিতর্কিত প্রতিযোগী জন্মসূত্রেই পুরুষ। যার শরীরের সমস্ত অঙ্গই পুরুষের মতো। একজন পুরুষ হয়ে ওই মহিলা বক্সারকে তিনি রিংয়ের মধ্যে জন্তুর মতো নৃশংসভাবে মারেন। স্পষ্ট ওই মহিলা বক্সারকে খেলার অজুহাতেই শারীরিকভাবে নির্যাতনও করতে দেখা গিয়েছে তাঁকে।”
উল্লেখ্য, ২০২৩ সালে লিঙ্গ নিয়ে সমস্যার জন্য ইমানেকে (Imane Khelif) বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে দেয়নি আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন। ডিএনএ পরীক্ষা করে দেখা গিয়েছিল, তাঁর শরীরে পুরুষ ক্রোমোজোমের সংখ্যা বেশি। তবে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন ইমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও তাঁকে অলিম্পিকে খেলার অনুমতি দিয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি মাত্র ৩০ সেকেন্ডেই ওয়াক ওভার দেওয়ায় যে বিতর্ক দেখা দিয়েছে তার জল অনেকদূর গড়াবে বলেই মনে করা হচ্ছে। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় আলজেরিয়ার অলিম্পিক কমিটি জানিয়েছিল ইমানের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেশি থাকার কারণে তাঁকে মেয়েদের ইভেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এরপরও আশ্চর্যজনকভাবে অলিম্পিক কমিটি জানায়, ইমানে খেলিফের (Imane Khelif) লিঙ্গ পাসপোর্টে পুরুষ বলা থাকলেও তিনি মেয়েদের ইভেন্টে খেলবেন। কারণ, তিনি মেয়েদের ইভেন্টে খেলার জন্য সব পরীক্ষায় পাস করেছেন।