স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে সুষ্ঠুভাবে আম্পায়ারিংয়ের জন্য পরিচিত আলিম ডার (Aleem Dar)। পাকিস্তানি এই আম্পায়ারের কেরিয়ার বেশ চমকপ্রদ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা, রেকর্ড, ম্যাচ পরিচালনার ক্ষমতা কোনও সফল আন্তর্জাতিক ক্রিকেটারের থেকে কম কিছু না। আম্পায়ার আলিম ডার সম্প্রতি তার জীবনের ঘটে যাওয়া একটি বেদনাদায়ক গল্প শেয়ার করেছেন। একটি প্রতিবেদন অনুযায়ী, আলিম ডার বলেছেন, তাঁর পরিবারের তার থেকে ৭ মাস বয়সী মেয়ের মৃত্যুর খবর গোপন করেছিল। ওই সময় একটি ম্যাচে আম্পায়ারিং করছিলেন তিনি।
পাকিস্তানের একটি শোতে আলিম ডার (Aleem Dar) তার ব্যক্তিগত জীবনের গল্প শেয়ার করেন। তিনি বলেছেন, “তখন আমার আম্পায়ারিং কেরিয়ারের শুরু এবং এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার পরিবারের সদস্যরা জানত যে আমার মেয়ের মৃত্যুর খবর শুনে আমি চলে যাব। সেই কারণে ওই সময় আমার কাছে এই ঘটনা তারা জানায়নি। সেই সময় তিনি ২০০৩ সালের বিশ্বকাপের একটি ম্যাচে আম্পায়ারিং করছিলেন। এই ম্যাচ চলাকালীন তার ৭ মাস বয়সী মেয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। এই ঘটনার পর তিনি গভীরভাবে শোকাহত হয়ে পড়েছিলেন। নিঃসন্দেহে এই ঘটনা তার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত ছিল।
বলা বাহুল্য যে, আলিম ডারের নামে অনেক আম্পায়ারিং রেকর্ড রয়েছে। সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। ১৪৫ টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। তিনি ২৩১ টি ওডিআই এবং ৭২ টি টি -২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন। ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচও খেলেছেন আলিম ডার। ১৮ টি লিস্ট এ ম্যাচে তিনি ১৫ টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ১৭৯ রানও রয়েছে তার ঝুলিতে। আলিম ডার প্রথম শ্রেণির ম্যাচের ২৪ ইনিংসে ২৭০ রান করেছেন। এই ফরম্যাটে তিনি ১১ টি উইকেটও নিয়েছেন।