পাকিস্তানি গার্লের Flying Kiss -এ মজেছে নেটিজেনরা, খোঁজ মিলল টুইটার অ্যাকাউন্টের

0
139
pak-vs-nz-t20-world-cup-2022-pakistani-girl-flying-kiss-pictures-and-videos-viral-on-social-media

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি -২০ বিশ্বকাপ ২০২২ -এর প্রথম সেমিফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছে পাকিস্তান। কিউইয়িদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল। এই ম্যাচ চলাকালীন পাকিস্তানের এক সুন্দরী মহিলা সমর্থকের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাদা টপ পরা, জামার উপর পাকিস্তানের পতাকা আঁকা। এই মহিলা অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে। গোটা বিশ্বের ক্রিকেট ফ্যানসরা সোশ্যাল মিডিয়ায় এই মেয়েটির ভিডিও ও ছবি শেয়ার করছে।

পাকিস্তানের সমর্থক ওই মেয়েটির নাম নাতাশা। টুইটারে নাতাশার নামের একটি টুইটার আইডি রয়েছে। দাবি করা হচ্ছে যে, এটিই তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। এই টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার্সও দ্রুত বাড়ছে। সেমিফাইনালে নাতাশাকে গ্যালারিতে দেখার পর ও ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর ফলোয়ার্স ক্রমশ বাড়ছে। তবে অনেকে সন্দেহ করছেন এটি আসলেই নাতাশার অ্যাকাউন্ট নাকি অন্য কোনও ভুয়ো আইডি তৈরি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

- Advertisement -

আরও পড়ুন: বিরাটের চোখ দেখলেই ভয় লাগে

এই টুইটার আইডি দিয়ে নাতাশার আরও ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। ম্যাচের কথা বলতে গেলে, নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় পাকিস্তান। বোলিংয়ের পর ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেছে পাকিস্তান। পাকিস্তানের বোলাররা নিউজিল্যান্ডকে ১৫২ রানে বেধে রাখে। এদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অ্যাডিলেডে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। যারা জিতবে, আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে।