খাস খবর ডেস্ক: ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে টালবাহানা চলছেই। কোভিডের নবতম স্ট্রেইন ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ফলে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে একাধিক রাষ্ট্রই। জানা যাচ্ছে, এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। গত কয়েক দিনে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের একাধিক কেস পাওয়া গিয়েছে। চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের।
বিসিসিআই এর এক কর্মকর্তা সংবাদ সংস্থা এনএনআইকে নিশ্চিত করেছেন যে সফর নিয়ে দুই বোর্ডের আলোচনা চলছে। খেলোয়াড়দের নিরাপত্তাকেই প্রাধান্য দেওয়া হবে। বিসিসিআইয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “আমরা করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এক সপ্তাহ দেরিতে সিরিজ শুরু করার কথা ভাবছি। এই বিষয়ে আমরা ভারত সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করছি। দুই বোর্ডগুলি একে অপরের সঙ্গ যোগাযোগে রয়েছে। প্রায় সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। আমাদের জন্য খেলোয়াড়দের স্বাস্থ্য এবং সুরক্ষা সর্বাগ্রে।”
আরও পড়ুন: ওমিক্রনের জের, সিকিমে বিদেশী প্রবেশ নিষিদ্ধ করল সরকার
আসন্ন সফরে ৩ টি টেস্ট, ৩ টি ওয়ানডে ম্যাচ এবং ৪ টি টি -২০ খেলবে। কয়েকদিন আগে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, বোর্ডকে এই বিষয়ে সরকারের অনুমতি নিতে হবে। তিনি বলেছিলেন যে, এমন পরিস্থিতিতে প্রতিটি বোর্ড, তা বিসিসিআই হোক বা অন্য কেউ ভারত সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত। ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বিসিসিআই -এর কাছ থেকে আবেদন প্রাপ্তির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।