মশালাদার নয় দই দিয়ে বিরিয়ানি বানাতেন নীরজ, শেয়ার করলেন শিক্ষার্থীদের সঙ্গে

0
460
Olympic gold medalist Neeraj Chopra said- whatever I have achieved so far is not my best

খাস খবর ডেস্ক: টোকিও অলিম্পিকে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া শনিবার এক মহৎ ‘আউটরিচ প্রোগ্রাম’ শুরু করেছেন। যাতে ভারতের শীর্ষ ক্রীড়াবিদরা স্কুলের শিশুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশের শিক্ষার্থীদের সুষম খাদ্য সম্পর্কে শিক্ষিত করার জন্য ৭৫ টি স্কুল পরিদর্শন করার জন্য সমস্ত ক্রীড়াবিদদের কাছে আবেদন করেছিলেন মোদী। আহমেদাবাদের সংস্কারধাম স্কুলে অনুষ্ঠিত এই বৈঠকে নীরজ সুষম খাদ্য, ফিটনেস এবং খেলাধুলার বিষয়ে কথা বললেন। নীরজ শিক্ষার্থীদের সঙ্গে খেলেন এবং তাদের জ্যাভেলিন থ্রোয়ের টিপসও দেন।

তিনি শিক্ষার্থীদের বেশ কিছু প্রশ্নের উত্তরও দেন। নীরজকে তার পছন্দের খাবার সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, কীভাবে তিনি সবজি বিরিয়ানি তৈরি করতে পছন্দ করেন এবং মশলাদার না করে দই দিয়ে খেতেন। তিনি বলেন, “এটি স্বাস্থ্যের জন্য একটি সম্পূর্ণ খাবার যাতে সমস্ত ‘মিনারেল’ রয়েছে, কারণ এতে সঠিক পরিমাণে শাকসবজি এবং কার্বোহাইড্রেট রয়েছে। রান্নার মাধ্যমে দীর্ঘ প্রশিক্ষণের পরে। এটি মনের ক্লান্তি, রোগ নির্মূল করতেও সহায়তা করে।”

- Advertisement -

আরও পড়ুন: IND vs NZ: বিশেষ ক্ষেত্রে বিরাট-রোহিতকে পিছনে ফেলে দিলেন মায়াঙ্ক

টোকিও অলিম্পিকে পদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ এখন দেশের স্টার। অনেকেই নীরজকে নিজের অনুপ্রেরণা মনে করছেন। তিনি গুজরাটের ৭৫ টি স্কুলের বাচ্চাদের সঙ্গে কথা বলবেন। তাদের খেলাধুলা, ফিটনেস ছাড়াও খাদ্য এবং ডায়েট সম্পর্কে কথা বলে অনুপ্রাণিত করবেন। খেলোয়াড়দের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষার্থীরা যাতে সুষম খাদ্য গ্রহণ করতে পারে এবং অপুষ্টি থেকে দূরে থাকতে পারে তাই প্রধানমন্ত্রীর এই বড় উদ্যোগ। ‘ফিট ইন্ডিয়া কুইজ’ নিয়েও কথা বলেছেন নীরজ। তরুণদীপ রায় (তীরন্দাজ), সার্থক ভামব্রি (অ্যাথলেটিক্স), সুশীলা দেবী (জুডো), কেসি গণপতি এবং বরুণ ঠক্কর (সেলিং) আগামী দুই মাসের মধ্যে দেশের অন্যান্য অঞ্চলের স্কুল পরিদর্শন করবেন।