বিশ্বদীপ ব্যানার্জি: আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর জন্য আবেদন করেছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। কিন্তু এই বিষয়ে আদালত তাড়াতাড়ি কোনও রায় জানাতে পারেনি। গত শুক্রবার প্রাথমিক শুনানি শেষে জানানো হয় শনিবার রায় ঘোষণা হবে। এরপর তা পিছিয়ে মঙ্গলবার করে দেওয়া হয়। আর তারপর ফের আগামী শুক্রবার। কিন্তু দিনটা আসার আগেই খবর চলে এল যে রুপো পাচ্ছেন না বিনেশ। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস আবেদন খারিজ করে দিয়েছে তাঁর।
আরও পড়ুন: লস্কর জঙ্গি নেতাদের সঙ্গে আরশাদ, রাতারাতি বিতর্ক পাকিস্তানের সোনজয়ীকে নিয়ে
অতিরিক্ত ১০০ গ্রাম ওজনের কারণে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও বাতিল করা হয় বিনেশকে (Vinesh Phogat)। এরপরেও লড়াই ছাড়েননি তিনি। অন্তত রুপো চেয়ে আবেদন জানিয়েছিলেন আদালতের কাছে। দেশজুড়েও বাড়ছিল আশা। সকলেই পাশে ছিলেন কুস্তিগিরের। কিন্তু বৃহস্পতিবার ৭৮ তম স্বাধীনতা দিবসের আগের রাতেই ভারতীয় অলিম্পিক কমিটির প্রধান পি টি উষা জানিয়ে দিলেন, বিনেশের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
কিন্তু ঠিক কোথায় আটকে গেলেন বিনেশ? গত শুক্রবার প্রাথমিক শুনানি শেষে তাঁর আইনজীবীরা বলেছিলেন, শুনানি খুবই ভাল হয়েছে। তাই আশা করাই যায় যে রায় পক্ষেই আসবে। কিন্তু রায় পক্ষে এল না। কেন? পি টি উষার কথায়, “বিনেশের রুপোর আবেদন খারিজ হয়ে যাওয়ায় আমি হতাশ। আদালতের তরফে ক্রীড়া জগতের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
কোন বৃহত্তর স্বার্থ? তাহলে কি অলিম্পিকের নিয়ম বদলের কথাই বলতে চাইল ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত? ইতিপূর্বে অলিম্পিক কমিটির প্রধান টমাস বাক বিনেশের ঘটনায় দুঃখপ্রকাশ করে স্বীকার করে নেন যে ভারতীয় কুস্তিগীর ইচ্ছাকৃতভাবে নিজের ওজন বাড়াননি। কিন্তু তারপরও বলেছিলেন, “সব কিছুরই একটা নিয়ম আছে। সেটা সকলের জন্যই সমান। তাই বিনেশকে (Vinesh Phogat) রুপো দেওয়া কখনওই সম্ভব নয়।”
বিনেশের রুপোর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এ কথাই মনে হচ্ছে যে নিয়মের এই গেরোতেই বলির পাঁঠা হতে হল তাঁকে। কারণ রায় যদি বিনেশের পক্ষে যেত সেক্ষেত্রে অলিম্পিকের নিয়মও বদলাতে হত। সেটা খুব একটা সহজ পদ্ধতি মোটেই ছিল না।