
খাস খবর ডেস্ক: “যদি হাঁটতেই হয়, রাজপথে হাঁটো!” এটাই বোধহয় জীবনের মূলমন্ত্র ভেঙ্কটেশ রাজশেকরন আইয়ারের। দু দিনেই কেকেআর ব্যাটিংয়ের মূল স্তম্ভ তিনি। পঞ্চম ক্রিকেটার হিসেবে গড়ে ফেলেছেন আইপিএলের প্রথম দুই ম্যাচে ৪০+ স্কোরের রেকর্ড। যদিও সেসব দিয়ে আইয়ারকে মাপা যাবে না। তাঁকে মাপতে হলে ডুব দিতে হবে আরো গভীরে।
ইন্দোরের অধিবাসী আইয়ারের জন্ম খোদ যীশু দিবসে। ১৯৯৪ সালের ২৫ ডিসেম্বর জন্ম নেন তিনি। কিন্তু যীশুর মতো ক্ষমাশীল কোথায়? বরং ২০১৫ সালে রেলের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক থেকে তাঁর মারমুখী মেজাজ দেখতেই অভ্যস্ত ক্রিকেটমহল। একেবারে যাকে বলে, সহবাগ ঘরানার ব্যাটিং। অবশ্য সেজন্য সহবাগের মত মূল্যও কম চোকাতে হয়নি। এদিনও যেমন— ৫৩ রানে ধৈর্য্য হারিয়ে বুমরাহকে নিজের বেলদ্বয় উপহার দিয়ে এলেন। যা দেখে নেটিজেনরা বলছেন, “গরম খেয়ে আউট হল!”
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের উত্থানের পিছনে নিজেদের দেখছেন রামিজ
গরম কী তিনি নতুন খাচ্ছেন? গরম খেয়েই ২২ গজে এসেছেন। নয়তো কথা ছিল এমবিএ করার। বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন আইয়ার। প্রস্তুতি নিচ্ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ডিগ্রি অর্জনের। কিন্তু ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন। সব দূরে সরিয়ে ক্রিকেটেই নিজের মন-প্রাণ ঢেলে দেবেন।
ভুল যে করেননি, রেকর্ডবুকই তার প্রমাণ। ২০১৫ য় ঘরোয়া অভিষেকের পর সে বছরই প্রথম লিস্ট-এ ম্যাচ খেলেন আইয়ার। অতঃপর ২০১৮/১৯ মরশুমে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি অভিষেক। এ যাবৎ ১০টি প্রথম শ্রেণীর এবং ২৪টি লিস্ট-এ ম্যাচে যথাক্রমে ৫৮৫ এবং ৮৪৯ রান করেছেন আইয়ার। অন্যদিকে ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রানসংখ্যা ৭২৪। সার্বিকভাবে ২টি শতক এবং ১১টি অর্ধশতরান। এছাড়া ডানহাতে মিডিয়াম পেসটাও মন্দ করেন না। তিন ফর্ম্যাট মিলিয়ে তুলে নিয়েছেন মোট ৩৮টি উইকেট।
অবশ্য এসব কিছুই যেন পাত্তা পাচ্ছে না তাঁর আইপিএল পারফরম্যান্সের সামনে। এ বছরেই বাঁহাতি আইয়ারকে নিজেদের শিবিরে অন্তর্ভুক্ত করেছে কেকেআর। কেন করেছে, বোঝা যাচ্ছে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই।
আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপ মাথায় নিয়েও বিশ্বকাপে ব্রাত্য ধাওয়ান, উঠছে প্রশ্ন
কোহলিদের বিরুদ্ধে অভিষেকের পর ২ ম্যাচে যথাক্রমে ৪১ অপরাজিত এবং ৫৩। আইয়ারের ব্যাটে প্লে-অফের সমুদ্রে আরো একবার ভেসে উঠেছে নাইটরা। আর রঙীন এক স্বপ্ন ভাসছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চোখে।