স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে আশা জাগিয়েও সোনা জিততে পারেননি নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের জ্যাভলিন তারকা হেরে গিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে। ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তবে প্যারিসে না পেলেও মনে করা হয়েছিল লুসানে ডায়মন্ড লিগে সোনা জিতবেন নীরজ।
আরও পড়ুন: বছরের সেরা ক্রিকেটার রোহিত শর্মা, দুর্দান্ত প্রশাসনিক দক্ষতায় পুরস্কার জয় শাহকে
গত দুই বছরে পরপর দুটি ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন তিনি। তবে এই বছর অলিম্পিকের মত দোহা ডায়মন্ড লিগেও সোনা জিততে পারেননি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জেতেন। তবে লুসানে নীরজ স্বর্ণ পদক জিতবেন, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু চলতি বছরের সোনার খরা অব্যহত রইল। বৃহস্পতিবার লুসানেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে নীরজকে।
সোনা জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। ষষ্ঠ রাউন্ডে ৯০.৬১ মিটার দূরে জ্যাভলিন পাঠানোর পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। অন্যদিকে নীরজ চোপড়া শুরু থেকেই পিছিয়ে পড়েছিলেন। তিনি যে অন্ততঃ রুপো পাবেন, একটা সময় সেই কথাও মনে হচ্ছিল না। অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পর তাঁর পিঠের চোটের কথা শোনা গিয়েছিল। জানা গিয়েছিল, অস্ত্রোপচার হতে পারে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
লুসানে ডায়মন্ড লিগে নীরজের প্রথম তিনটি থ্রো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে চোট তাঁকে ভালই ভোগাচ্ছে। তবে ষষ্ঠ রাউন্ডে অ্যান্ডারসনকে ছাপিয়ে যেতে না পারলেও ৮৯.৪৯ মিটারের থ্রো করেন। এতেই নিশ্চিত হয়ে যায়, রুপো জিতছেন ভারতীয় অ্যাথলিট। কিন্তু তাঁর সোনার খরা চলছেই। শুধুই কি চোট? নাকি মানসিকভাবে কোনও সমস্যা? কে জানে, হঠাৎ কি হল নীরজের?