স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিকে সোনা জিতলেও প্যারিসে পারেননি নীরজ চোপড়া। পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। তবে নীরজ সোনা জিততে না পারলেও তাঁর মা (Mother of Neeraj Chopra) সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন আরশাদকে নিয়ে তা মন কেড়েছে সকল ক্রীড়াপ্রেমীর। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার পর্যন্ত প্রশংসায় পঞ্চমুখ এ ঘটনায়। এবারে বলিউড তারকা নাসিরুদ্দিন শাহ্কেও সামিল হতে দেখা গেল এই তালিকায়।
আরও পড়ুন: রুপো পাচ্ছেন বিনেশ?
ফাইনালে দুটি অভূতপূর্ব থ্রোয়ের মাধ্যমে সোনা জিতে নিয়েছেন পাকিস্তানের আরশাদ। বিশ্ব রেকর্ড গড়ে ৯২.৯৭ মিটারের থ্রো করেন তিনি। এরপর শেষ সুযোগে আবার ৯১.৭৯। এই অবস্থায় ভারতীয় ক্রীড়াপ্রেমীরা যেখানে পাক জ্যাভলিন তারকার ডোপ টেস্টের দাবি তুলছেন সেখানে সম্পূর্ণ ভিন্ন কথা শোনা গিয়েছে নীরজ চোপড়ার মা (Mother of Neeraj Chopra) সরোজ দেবীর মুখে।
নিজের ছেলের রুপো জয় নিয়ে অত্যন্ত গর্বিত সরোজ দেবী। পাশাপাশি তিনি আরশাদকেও সোনা জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেন, “আরশাদ-ও তো আমার ছেলেরই মত। আমি ওর জন্যও আনন্দিত।” টোকিও অলিম্পিকের সোনাজয়ীর মায়ের এহেন মন্তব্যে স্বভাবতই আপ্লুত ক্রীড়া দুনিয়া। সামাজিক মাধ্যমে অনেকেই এই কথা বলছেন যে, এমন মায়ের সন্তান বলেই নীরজ এত বড় হতে পেরেছেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
সম্প্রতি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক বিশেষ পোস্ট করেছিল একটি ফেসবুক পেজ। নীরজ, আরশাদ এবং সরোজ দেবীর ছবি দিয়ে নিচে জয় করা পদকের নাম লেখা হয়। নীরজ (Neeraj Chopra) রুপো জিতেছেন। তাই তাঁর ছবির নিচে রুপো লেখা। আরশাদ জিতেছেন সোনা। তাই তাঁর ছবির নিচে সোনা লেখা। আর সরোজ দেবীর ছবির নিচে লেখা হিরে।
অভাবনীয় এক পোস্ট। যার মাধ্যমে বোঝানো হয়েছে নিজের মাতৃসুলভ মন্তব্যে রুপো-সোনারও ওপরে গিয়ে হিরে জিতে নিয়েছেন সরোজ দেবী (Mother of Neeraj Chopra)। উল্লেখ্য বিষয়, বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন এই পোস্টটি। যা তাঁকে আরও একবার প্রচারের আলোয় নিয়ে এসেছে। নানারকম বিতর্কিত মন্তব্য করে প্রায়শই স্পটলাইটে আসেন অভিনেতা। তবে এবারের ঘটনার তাৎপর্য যে একবারেই আলাদা তা বলাই বাহুল্য।