বহু টালমাটালের পর অবশেষে সুরাহা মিলল। জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। এইবার সেই জল্পনা বাস্তবায়িত হল। মোহনবাগান ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নিল এটিকের মালিকানাধীন আরপিএসজি গ্রুপ। ফলে কলকাতায় ঐতিহাসিক গাঁটছড়া বন্ধনে আবদ্ধ হল দুই প্রধান। সদ্য প্রতিষ্ঠিত ক্লাবটি আত্মপ্রকাশ করবে চলতি বছরে জুন মাস থেকে। পরের মরশুমে আইএসএল-এও অংশগ্রহণ করবে মোহনবাগান-এটিকে ক্লাব। আরপিএসজি গ্রুপের পক্ষ থেকে সরকারি ই-মেলে জানানো হয়েছে, মোহনবাগান প্রাইভেট লিমিটেডের ৮০ শতাংশ শেয়ারই কিনে নিল আরপিএসজি গ্রুপ। বাকি ২০ শতাংশ থাকছে মোহনবাগানের অধীনে।
এই গাঁটছড়া বাঁধায় এটিকে ও মোহনবাগানের ব্র্যান্ড নাম ব্যবহার করতে পারবে নতুন ফুটবল ক্লাবটি। এই চুক্তির পর অনেকের কপালেই চিন্তার ভাঁজ পড়ে গেছিল ক্লাবের নাম ও জার্সি নিয়ে। এই চিন্তার অবসান ঘটালেন মোহনবাগানের চেয়ারম্যান। তিনি জানান, সবুজ-মেরুন জার্সির রোম্যান্স, ১৩০ বছর পরম্পরা অক্ষুণ্ণ থাকবে। তবে এমন সময় আসে যখন একজন সঙ্গীর প্রয়োজন হয়। ফুটবলে বৃহত্তম দুনিয়ায় প্রবেশ করতে হলে নতুন বিনিয়োগ, কর্পোরেট ধাঁচ প্রয়োজন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন, এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। এক ঐতিহাসিক চুক্তির সাক্ষী থাকল তিলোত্তমা।